শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি গরুর দিকেই ঝোঁক ক্রেতাদের

ফাতেমা আহমেদ : কুরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার পশুরহাট। এবার ভারতীয় গরু তেমন ঢুকতে না পারায় দেশি জাতের গরুর দিকেই ঝুঁকছেন ক্রেতারা। তবে বাড়তি দামের অভিযোগ রয়েছে বরাবরের মতোই। আর বিক্রেতারা বলছেন, চড়া দামে গোখাদ্য কিনে পশু লালন-পালনের পরও বাজার মন্দা। আরটিভি অনলাইন

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর হাটগুলো এখন জমজমাট। ভারতীয় গরু এবার তেমন ঢুকতে না পারায় দেশি গরুর প্রতি ঝুঁকেছেন ক্রেতারা। এবার ছোট-বড় মিলিয়ে নগরীর ৯টি হাটে চলছে পশু কেনা-বেচা।

এদিকে, ময়মনসিংহে প্রতিটি বাজারেই বিপুল সংখ্যক গরুর আমদানি হয়েছে এবং জমজমাট বেচা-কেনা হচ্ছে। যদিও গরুর দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা ও বিক্রেতারা।
রংপুরের হাটগুলোতে ভারতীয় গরু না এলেও বিদেশি বিভিন্ন জাতের গরুতে সয়লাব। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও দেশি গরুর দাম কম থাকায় এ অঞ্চলের খামারিরা পড়েছেন বিপাকে। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে গরুর দাম অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে।

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় জাল টাকা শনাক্তের মেশিন ও সিসি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বড় বড় হাটে।

এদিকে, নড়াইলের হাটগুলোকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলেও পুলিশ বলছে সতর্ক আছেন তারা। এছাড়া দোহার, কেরাণীগঞ্জ, মেহেরপুর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় চাঁদরাত পর্যন্ত চলবে বেচা-কেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়