শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন-বোনাস নিয়ে বাড়ি ফিরেছেন পোশাক শ্রমিকরা

আহমেদ শাহেদ : শেষ পর্যন্ত তেমন কোনো ঝামেলা ছাড়াই পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস এবং জুলাই মাসের বেতন পেয়েছেন। তবে শনিবার শেষ কর্মদিবস শেষে কিছু কারাখানায় ওভারটাইমের পুরো অর্থ পাননি কিছু শ্রমিক। কারখানা মালিকদের সঙ্গে সমঝোতায় ঈদের পর পরই তাদের ওভারটাইমের অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে খুশি মনেই ঈদে বাড়ি ফিরেছেন তারা।

 

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক শনিবার বিকেলে জানান, পোশাক খাতের বর্তমান সংকটের মধ্যেও সব কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছেন মালিকরা। ছোট-বড় কোনো কারখানার কোনো শ্রমিককে বেতন-বোনাস না পেয়ে বাড়ি যেতে হয়নি। বিজিএমইএর তদারকিসহ বিভিন্ন উদ্যোগের ফলে এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, আগামীতে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের বিষয়টি আর সংবাদ মাধ্যমের ইস্যু থাকবে না। সব আনন্দ-উৎসব মালিক-শ্রমিক একইভাবে উদযাপন করবেন। দেশের পোশাক খাত সেদিকে এগোচ্ছে।

 

বিজিএমইএ সূত্রে জানা গেছে, শনিবার শেষ কর্মদিবসে শতভাগ পোশাক কারখানার শ্রমিকরা তাদের ঈদ বোনাস পেয়েছেন। দুটি কারখানায় বোনাস নিয়ে সমস্যা ছিলো। বিজিএমইএর মধ্যস্থতায় ওই দুই কারখানার শ্রমিকরাও বোনাস বুঝে পেয়েছেন। এবার মজুরি পরিশোধ নিয়ে ঝুঁকিতে থাকা ১৩০ কারখানার মধ্যে কয়েকটিতে শুক্রবার পর্যন্ত বোনাস পরিশোধ বাকি ছিল। শনিবার এসব কারখানার বোনাসও দেওয়া হয়।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাহ উদ্দিন স্বপন বলেন, বেতন নিয়ে কোনো সমস্যা হয়নি। সব শ্রমিক জুলাই মাসের বেতন নিয়েই বাড়ি যাচ্ছেন। বোনাসও শতভাগ কারখানায় দেওয়া হয়েছে। তবে অনেক কারখানার মালিকই আইনের মারপ্যাঁচে পরিমাণে বোনাস কম দিয়েছেন বলে অভিযোগ তার।

এদিকে ঈদুল ফিতরের মতো এই ঈদেও শ্রমিকদের গ্রামের বাড়ি যাওয়ার সুবিধায় ১৭১ বাস দিচ্ছে সরকার। সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ১৫১ বাস গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে প্রতি ১৫ মিনিট পর ছেড়ে যায়। গত শুক্রবার সকাল ৭টা থেকে এই সেবা গত রাত পর্যন্ত অব্যাহত ছিল। একইভাবে চট্টগ্রাম অঞ্চলের কারখানাগুলোর শ্রমিকদের যাতায়াতের সুবিধায় ২০টি বাস বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়