শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমিঙ্গো যোগ্য কিন্তু তাকে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, জানালো বিসিবি

আক্তারুজ্জামান : বোলিং লাইনের দুই কোচ নিশ্চিত টাইগারদের। এখন অপেক্ষা মূল কোচের। যে পদের জন্য আগেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো। বাংলাদেশ দলের প্রধান কোচ পদে নিয়োগ পেতে সাক্ষাতকার দিতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। তিন ঘণ্টার সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। কিন্তু রাসেলের সঙ্গে কি কথা হয়েছে সেটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক এ কোচের প্রেজেন্টেশনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান ও ইসমাইল হায়দার মল্লিক।

সাক্ষাৎকার শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে তার ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে তিনি কাজ করতে পারবেন, পারফরম্যান্স কেমন হবে; সবকিছু নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। বিসিবির জন্য এটা সন্তোষজনক ছিলো।’

দুই ভাবে নিজের পরিকল্পনা বিসিবির পরিচালকদের সামনে তুলে ধরেন ডোমিঙ্গো। যার একটি হলো ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে এবং অপরটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। তার পরিকল্পনা ভালোই লেগেছে বলে জানালেন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত বিসিবির আরেক পরিচালক। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ হতে ডমিঙ্গোর কঠিন প্রতিদ্ব›িদ্বতাই করতে হবে।

প্রোটিয়া এ কোচের চেয়েও খ্যাতিমান দু-তিনজন কোচ বিসিবির হাতে আছে ঈদের আগে তাদের সাক্ষাৎকারও হয়ে যেতে পারে। বাকিদের উপস্থাপনাও যদি ভালো হয়, বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে ডোমিঙ্গোর পিছিয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানিয়েছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়