শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ১০:১১ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা দিয়ে আটকে রেখেছে, কিছু করতে পারছি না, বললেন খন্দকার মাহবুব

শিমুল মাহমুদ : বিএনপির এই নেতা বলেন, 'আজকে সারা বাংলাদেশে একটা মহাদুর্যোগ চলছে। উত্তরবঙ্গে বন্যা আর সারা দেশের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। সত্যিকার অর্থে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে কোথায় কী ঘটছে আমরা জানি না। আমাদের দুঃখ হয়, লজ্জা হয়। দেশে যখন মহাদুর্যোগ চলছে, দেশের প্রধানমন্ত্রী মানুষের পাশে না থেকে আছেন বিদেশে'।

সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত 'ঈদের পূর্বেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে' মানববন্ধনে বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি। এই কথা আমরা বারবার বলে আসছি। আইনের সাধারণ প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্তি করা যাবে না। সুতরাং রাজপথকে উত্তপ্ত করতে হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হাজার হাজার বিএনপি নেতাকে মামলা দিয়ে আটকে রেখেছে। রাস্তায় নামতে পারছে না। এর জন্য আমরা কিছু করতে পারছি না।

খন্দকার মাহবুব বলেন 'মিথ্যে মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদের আগেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি'র নেতা-কর্মীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন গণতন্ত্র খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়