শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৮ আলেম ১২৪ সরকারি কর্মকর্তাসহ হজে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

আমিন মুনশি : হজযাত্রীদের ধর্মীয় পরামর্শ দিতে রাষ্ট্রীয় খরচে আজ সৌদি আরব যাচ্ছেন ৫৮ সদস্যের ওলামা-মাশায়েখের একটি টিম। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর সঙ্গে ওলামা-মাশায়েখ ও সরকারি কর্মকর্তাসহ ১২৪ জন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩১২৮ নম্বর ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তাঁরা। ধর্ম প্রতিমন্ত্রী নিজেও এই একই ফ্লাইটে হজ পালনের জন্য যাচ্ছেন বলে ঢাকা হজ অফিস সূত্র জানিয়েছে।

এর আগে শনিবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন হজগামী ৫৮ আলেম। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানিয়েছেন, বঙ্গভবনে ওলামা-মাশায়েখদের সম্মানে রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করেন। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আলেমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, অনেক এজেন্সি যেসব সুযোগ-সুবিধার কথা বলে হাজিদের মক্কা-মদিনায় নিয়ে যান, ওখানে যাওয়ার পর তা আর রক্ষা করেন না। ফলে হাজিদের অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়তে হয়। শেষ সময়ে সরকারকে হস্তক্ষেপে করতে হতো। এহেন কার্যক্রম দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। হাজিদের সাথে এ ধরনের প্রতারণা কোনোভাবেই কাম্য নয়।’

ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে আলেমদের সজাগ থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা দেশের নেতৃস্থানীয় ইসলামী চিন্তাবিদ। ইসলাম শান্তির ধর্ম। ধর্ম মানুষকে আলোর পথ দেখায়, সমাজ থেকে অন্ধকার ও কুসংস্কার দূর করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি বিশেষ করে যুব সমাজকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা চালায়। আপনাদেরকে এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে আপনারা বাংলাদেশকে তুলে ধরবেন। বাংলাদেশি হাজি বা কোনো নাগরিকের আচার-আচরণ, কথা-বার্তায় কেউ যাতে কষ্ট না পায়, আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয়, সে দিকে বিশেষ খেয়াল রাখবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।

চলতি বছরই প্রথম রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা-মাশায়েখদের হজে পাঠানো হচ্ছে। এর আগে বাংলাদেশে আলেমদের কখনো সরকারিভাবে হজে পাঠানো হয়নি। গত ৯ জুলাই ওলামা-মাশায়েশদের এই টিমকে রাষ্ট্রীয় খরচে হজে পাঠানোর যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট শাখা থেকে একটি জিও লেটার ইস্যু করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা-মাশায়েখদের টিম সৌদি আরব যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন। এটি রাষ্ট্রীয় খরচে হজ সফর হিসেবে গণ্য হবে। তাদের ভ্রমণ ব্যয় এ বছর ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের বাহিরে হজ বাবদ ব্যয়’ খাতে বরাদ্দ রাখা অর্থ থেকে বহন করা হবে। সরকারি হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়