শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ কেন্দ্র বানাবে ইউনিক, আজ সরকারের সাথে চুক্তি

সালেহ্ বিপ্লব : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আজ ইউনিক গ্রুপের সাথে ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই করবে। বিপিডিবি’র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরীর বরাত দিয়ে বাসস জানায়, চুক্তির আওতায় ইউনিক গ্রুপ আগামী তিন বছর বিদ্যুৎ সরবরাহ করতে নারায়নগঞ্জের মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। তিনি বলেন, রাজধানীর বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত মার্কিন  রাষ্ট্রদূত আর্ল আর. মিলার হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিপিডিবি’র সচিব সাইফুল আজাদ ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিস শরাফত স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

বিপিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিএস’র প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানী সচিব মো. রহমাতুল মুনিম।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ইউনিক গ্রুপ প্রকল্প বাস্তবায়ন করবে এবং জাতীয় গ্রীডে ২২ বছর বিদ্যুৎ সরবরাহ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়