শিরোনাম

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারসাম্যপূর্ণ উইকেট থাকছে লঙ্কা-বাংলা সিরিজে

স্পোর্টস ডেস্ক : ২১ জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচ নিরপেক্ষ উইকেটে খেলা হবে বলে নিশ্চিত করেছেন, শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান অশান্তা ডি মেল। স্টেডিয়ামের পিচ কিউরেটর গডফ্রে ডাবারকে নিরপেক্ষ উইকেট বানানোর জন্য নির্দেশ দিয়েছেন ডি মেল নিজেই।

মূলত উইকেট থেকে স্বাগতিক এবং সফরকারী দুই দলই যেন সুবিধা পায় এটাই চেয়েছেন তিনি। সঙ্গে স্কোরবোর্ডে রান পাওয়ার উদ্দেশ্যেই কিউরেটরকে স্পোর্টিং উইকেট রাখার পরামর্শ দিয়েছেন নির্বাচক কমিটির এই চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমি গডফ্রেকে বলেছি তিন ম্যাচের জন্যই ভালো উইকেট বানাতে। যেখানে বোলাররা পেস এবং বাউন্স পাবে এবং ব্যাটসম্যানরাও ভালোভাবে খেলতে পারবে। দুই দলের কথা মাথায় রেখেই তাকে এমনটা বলেছি। দুই দলই যেন স্কোরবোর্ডে ভালো রান তুলতে সক্ষম হয়। তিনটি ম্যাচেই স্পোর্টিং উইকেট থাকবে এবং সবগুলোই নতুন উইকেট হবে।’

চলতি মাসের ২৬ তারিখ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩১ই জুলাই।

সম্পাদনা : এল.আর.বাদল ও আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়