শিরোনাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাব সেমিনার অনুষ্ঠিত

রেন্টিনা চাকমা : চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে ‘মহাকাশ গবেষণায় বাংলাদেশ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট : সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই ২০১৯ তারিখে ঢাকা কমার্স কলেজে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এফ.এম. শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এস এম আলী আজম। মুখ্য আলোচক ছিলেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আহাদুজ্জামান দিরাজ। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. নাজমুল হক ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিউল আলম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষার্থী মো. কামাল হোসেন, রিয়াজুল ইসলাম সাকিব, আলিফ আহমেদ ও মিথিলা তাসফিয়াহ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. তরিকুল ইসলাম। সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য অনলাইনে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ড. ফিরোজ আলম খান।

প্রধান অতিথি ড. ফিরোজ আলম বক্তব্যে বলেন, আমরা ভোক্তা জাতিতে পরিণত হয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আমাদেরকে পণ্য ও সেবা উৎপাদন করতে হবে। বিশ্ব ইতিহাসে আমাদেরও সফলতার কিছু ঘটনা রয়েছে। অধ্যক্ষ ড. শফিকুর রহমান রহমান বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশকে বিশ্বমানচিত্রে উঁচু করে তুলে ধরেছে। তিনি বলেন, বিজ্ঞানের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে হবে।

উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর শফিকুল ইসলাম বলেন, চাঁদে অভিযান মানব সভ্যতার জন্য সূতিকাগার। চন্দ্রাভিযানের মাধ্যমে শুরু হয় মহাকাশ ও মহাবিশ্বে বিজ্ঞানের জয়যাত্রা।

উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু মাসুদ বলেন, ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বাস্তব প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার নিয়মিত আয়োজন করা হবে।

সম্পাদনা : রেজাউল/সতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়