শিরোনাম
◈ কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল (ভিডিও) ◈ ‘আমি গ্রেপ্তার হইনি, আমি কোথাও চাঁদাবাজিও করি নাই’ ◈ এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়: ঐকমত্যে পৌঁছাল রাজনৈতিক দলগুলো, আসছে স্বাধীন পুলিশ কমিশন ◈ নির্বাচনকে ভয় পেলে রাজনীতির দরকার নেই: আমীর খসরু ◈ বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের বিরুদ্ধে ভারত বিরোধিতা আত্মঘাতী কৌশল ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসা থেকে চাঁদে হাঁটার মূল ফুটেজ গায়েব

মাজহারুল ইসলাম : অ্যাপোলো ১১ মিশনে মাধ্যমে প্রথম চাঁদের বুকে পা রাখে মানুষ। আগামী সপ্তাহে ওই মিশনের ৫০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ৫০ বর্ষপূর্তি উদযাপন করবে নাসা। বিবিসি বাংলা

অ্যাপোলো ১১ মিশন চলাকালে চাঁদের বুকে হাঁটার ভিডিও ফুটেজ বিশ্ব জুড়ে সম্প্রচার করেছিলো নাসা। ৫০ বর্ষপূর্তির আগে ওই ফুটেজের মূল ডেটা টেইপ হারিয়েছে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। নাসা’র পক্ষ থেকে বলা হয়, নাসা অনুসন্ধান করেছে কিন্তু অ্যাপোলো ১১-এর বেশ কিছু অরিজিনাল ডেটা টেইপ পাওয়া যায়নি। ‘অরিজিনাল’ বলা হচ্ছে কারণ এগুলো সরাসরি চাঁদ থেকে ট্রান্সমিট করে রেকর্ড করা হয়েছিল।

বিস্তৃৃত পরিসরে আর্কাইভ অনুসন্ধান করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এমনটাও হতে পারে ওই প্রকল্প ব্যবস্থাপক মনে করেছেন এই টেইপগুলো আর রাখার দরকার নেই। কারণ ওই সব ভিডিও এবং ডেটা অন্য জায়গায় রেকর্ড রয়েছে এবং তাই সেগুলো মুছে ফেলা হয়েছে ও পুনরায় ব্যবহার করা হয়েছে। নাসা’র দাবি ওই টেইপগুলোর ডেটা ম্যানড স্পেসক্রাফট সেন্টারে পাঠানো হয়েছে। ভিডিও অন্যান্য জায়গায়ও রেকর্ড করা হয়েছে। অ্যাপোলো ১১-এ চাঁদের হাঁটার কোন ভিডিও ফুটেজ হারায়নি।
সম্প্রতি নাসা’র এক শিক্ষানবীশ একটি টেইপকে ‘হারানো’ অ্যাপোলো ১১ টেইপ বলে বিক্রি করেন। তাতেই টেইপটি হারানোর খবর সামনে আসে। গ্রে জর্জ নামের ওই ব্যক্তির দাবি করেন ১৯৭৬ সালে সরকারি নিলাম থেকে প্রায় ২’শ মার্কিন ডলারে তিনি টেইপটি কিনেছিলেন।

অন্যদিকে নাসা বলছে জর্জের টেইপে এমন কিছু নেই যা নাসা’র কাছে নেই। সংস্থার পক্ষ থেকে বলা হয়, টেইপটির যে বর্ণনা দেয়া হয়েছে তা সত্যি হলে এটি হিউস্টন থেকে ধারণ করা একটি দুই ইঞ্চি টেইপ। যা বাণিজ্যিক টেলিভিশনে প্রচার করার জন্য কনভার্ট করা হয়েছে এবং এতে এমন কোনো উপাদান নেই যা নাসা’র কাছে মজুদ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়