শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ডিজিটাল লেনদেন ৩ হাজার ছাড়িয়ে গেছে

রাশিদ রিয়াজ : ভারতে হাজার টাকার নোট বাতিলের পর  বাড়তে শুরু করে ডিজিটাল লেনদেন। কী ভাবে ভারতে এধরনের লেনদেনে অগ্রগতি হয়েছে, তার একটি পরিসংখ্যানও দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট মন্ত্রী । তার দাবি, ২০১৬-১৭ সালের ১,০১৩ কোটি টাকার তুলনায় পরের অর্থবর্ষে তা ১০৪.৩৮ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ২,০৭০.৩৯ কোটিতে। ২০১৮-১৯ অর্থবর্ষেও তা ৫১.৩৫ শতাংশ বেড়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সদ্য পেশ করা বাজেটেও ভারতে নগদের বদলে ডিজিটাল লেনদেনে জোর দিতে প্রস্তাবনা করেছেন । ভারতের নাগরিকরাও যে ক্রমশ নগদ ছেড়ে ডিজিটাল মাধ্যমের লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন তার প্রমাণ মিলেছে বুধবার লোকসভায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দেওয়া এক তথ্যে।

এক প্রশ্নের লিখিত জবাবে প্রসাদ জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষের যে তথ্য মিলেছে, তাতে দেখা যাচ্ছে কেন্দ্র এই সময়ে ডিজিটাল লেনদেনের যে সম্ভাব্য লক্ষ্যমাত্রা রেখেছিল, দেশবাসী তাকে ছাপিয়ে গিয়েছেন। অঙ্কের হিসেবে কেন্দ্রের ধারণা ছিল ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে ৩,১০৩ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হতে পারে। সেখানে ১ এপ্রিল, ২০১৮ থেকে ৩১ মার্চ, ২০১৯, এই সময়ের মধ্যে ৩,১৩৩.৫৮ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে।

প্রসাদ আরও জানিয়েছেন, গত অর্থবর্ষে যেখানে এ ভাবে ক্রমশ ডিজিটাল লেনদেন বেড়েছে, তার ধারা বজায় থেকেছে চলতি ২০১৯-২০ অর্থবর্ষেও। চলতি বছরের এপ্রিল মাসেও ৩১৩.০৫ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হয়েছে, যা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। যা দেখে ২০১৯-২০ অর্থবর্ষে ৪,০০০ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হতে পারে বলে আশা করছে কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়