শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ডিজিটাল লেনদেন ৩ হাজার ছাড়িয়ে গেছে

রাশিদ রিয়াজ : ভারতে হাজার টাকার নোট বাতিলের পর  বাড়তে শুরু করে ডিজিটাল লেনদেন। কী ভাবে ভারতে এধরনের লেনদেনে অগ্রগতি হয়েছে, তার একটি পরিসংখ্যানও দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট মন্ত্রী । তার দাবি, ২০১৬-১৭ সালের ১,০১৩ কোটি টাকার তুলনায় পরের অর্থবর্ষে তা ১০৪.৩৮ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ২,০৭০.৩৯ কোটিতে। ২০১৮-১৯ অর্থবর্ষেও তা ৫১.৩৫ শতাংশ বেড়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সদ্য পেশ করা বাজেটেও ভারতে নগদের বদলে ডিজিটাল লেনদেনে জোর দিতে প্রস্তাবনা করেছেন । ভারতের নাগরিকরাও যে ক্রমশ নগদ ছেড়ে ডিজিটাল মাধ্যমের লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন তার প্রমাণ মিলেছে বুধবার লোকসভায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দেওয়া এক তথ্যে।

এক প্রশ্নের লিখিত জবাবে প্রসাদ জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষের যে তথ্য মিলেছে, তাতে দেখা যাচ্ছে কেন্দ্র এই সময়ে ডিজিটাল লেনদেনের যে সম্ভাব্য লক্ষ্যমাত্রা রেখেছিল, দেশবাসী তাকে ছাপিয়ে গিয়েছেন। অঙ্কের হিসেবে কেন্দ্রের ধারণা ছিল ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে ৩,১০৩ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হতে পারে। সেখানে ১ এপ্রিল, ২০১৮ থেকে ৩১ মার্চ, ২০১৯, এই সময়ের মধ্যে ৩,১৩৩.৫৮ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে।

প্রসাদ আরও জানিয়েছেন, গত অর্থবর্ষে যেখানে এ ভাবে ক্রমশ ডিজিটাল লেনদেন বেড়েছে, তার ধারা বজায় থেকেছে চলতি ২০১৯-২০ অর্থবর্ষেও। চলতি বছরের এপ্রিল মাসেও ৩১৩.০৫ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হয়েছে, যা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। যা দেখে ২০১৯-২০ অর্থবর্ষে ৪,০০০ কোটি সংখ্যক ডিজিটাল লেনদেন হতে পারে বলে আশা করছে কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়