শিরোনাম
◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার হাজার অভিবাসী পরিবারের সদস্যদের গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জানালেন হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা

নূর মাজিদ : ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুসারে অভিবাসী পরিবারগুলোর হাজার হাজার অনিবন্ধিত সদস্যকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) কতৃপক্ষ। গত বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটির একজন সাবেক এবং দুজন দায়িত্বপালনরত শীর্ষ কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। সূত্র : ইকোনমিক টাইমস, হাফিংটন পোস্ট।

তারা জানান, অভিযান শুরু হবে আগামী রোববার থেকে। যুক্তরাষ্ট্রে নিজ পরিবার বৈধভাবে বসবাসের সুযোগ নিয়ে যে সকল প্রবাসী পরিবারের সদস্য পরবর্তীতে বৈধ কাগজপত্র ছাড়াই এসেছেন এবং অনিবন্ধিত নাগরিক হিসেবে বসবাস করছেন, তাদের গ্রেফতার করাই এই অভিযানের উদ্দেশ্য।

এর আগেও অভিযানটি পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু, ট্রাম্পের সমর্থনপুষ্ট এই পদক্ষেপ তখন তার নিজ অভিবাসন বিভাগের কর্মকর্তাদের আপত্তির মুখে স্থগিত রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সকল কর্মকর্তারা জানান, অভিযানের বিস্তারিত তথ্য এখনো সবার কাছ থেকে গোপন রাখা হয়েছে। এবং এর কৌশল কি হবে, আটক ব্যক্তিদের সঙ্গে কেমন আইনি আচরণ করা হবে, সেই বিষয়েও কোন পরিষ্কার নির্দেশনা দেয়া হচ্ছেনা ।

এমন গোপনীয়তার কারণে হোমল্যান্ড কর্মকর্তারা আশংকা করেছেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের জোর করে তাদের জন্মভূমিতে পাঠিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হতে পারে। যার কারণে হাজার হাজার মানুষ তাদের যুক্তরাষ্ট্রে বসবাসকারী পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হবেন। মানবিক দিক থেকে বিবেচনায় আইসের অভিযান নিঃসন্দেহে এক করুণ পরিস্থিতি তৈরি করবে।

এখানেই শেষ নয়, আটককৃতদের মাঝে অনেক ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখতে পারে আইস বাহিনী। আবার অভিযান পরিচালনার সময় উপস্থিত কোন বৈধ অভিবাসী ব্যক্তিকেও আটক করার ক্ষমতা আইসের রয়েছে।

কর্মকর্তারা আরো জানান, একই পরিবারের কয়েকজন সদস্যকে আটক করা হলে তাদেরকে টেক্সাস এবং পেনিসেলভেনিয়ার দুটি কেন্দ্রে বন্দি করে রাখা হবে। এসব পরিবারকে একসাথে যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্র থেকে বিতারন করবে আইস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়