শিরোনাম
◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ভার‌তের আদা‌নি গোষ্ঠী বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায়, আ‌লোচনা শেষ হয়‌নি ব‌লে যা‌বে না  বাংলাদেশ ◈ তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা ◈ বিশ্বমানের বন্দরের পথে চট্টগ্রাম: নতুন অবকাঠামো ও টার্মিনালসহ ক্ষমতা বাড়ছে চার গুণ ◈ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিচারপতি হয়েছেন সোমা সাইদ ◈ ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি ◈ জোট রাজনীতির সমীকরণে স্থগিত ৬৩ আসন, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল ◈ সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশে কড়াকড়ি: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস ◈ মেক্সিকোর প্রেসিডেন্টকে শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ যেভাবে গু লি করা হয় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বীমার মেয়াদ শেষ হলেও হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের

মো: বেলাল হোসেন : লক্ষ্মীপুরে বীমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। ইনডিপিন্ডেট:১৭.০০
লক্ষ্মীপুরের বটতলীর ইসমাইল হোসেন খান ২০০৫ সালে ৩লাখ টাকার বীমা পলিসি করেন। ২০১৬সালে মেয়াদ পর্যন্ত ৩লাখ ৭৬হাজার টাকা জমা করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে আড়াই বছর। কিন্তু কোনভাবেই টাকা তুলতে পারছেন না ইসমাইল হোসেন ।
একই পরিস্থিতিতে পড়েছেন মান্দারী বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন সহ অনেক গ্রাহক।

বীমার টাকা পাওয়ার জন্য কোম্পানিকে আইনি নেটিশ পাঠিয়ে ও কোন লাভ হচ্ছে না । আইনজীবী হাসিবুর রহমান বলেন, বীমা কোম্পানীগুলো যদি আন্তরিক না হয় তাহলে এই শিল্পের ভবিষৎ হরিয়ে ফেলবে। তিনি বলেন, বীমার যে সুসময় রয়েছ গ্রাহক হয়রানি বন্ধ না হলে এ সুসময় আর ভবিষতে থাকবে না।

বীমাখাত সংশ্লিষ্টরা বলেন, কিছু প্রতিষ্ঠানের অনিয়ম অব্যাবস্থাপনার কারণে , ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরো খাত। আইন যেনে শুনে পলিসি করার মতামত দেন তারা। আইন যেনে পলিসি করলে গ্রাহক হয়রানি কমে যাবে।

স্থানীয় বীমা গ্রাহকরা জানান, টাকা পরিশেধ না করে নানা অযুহাতে বছরের পর বছর হয়রানি করে বীমা কোম্পানিগুলো। তাই এসময় বীমা কোম্পানিগুলোর নিবন্ধন বাতিল করা উচিত। সম্পাদনা: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়