শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বীমার মেয়াদ শেষ হলেও হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের

মো: বেলাল হোসেন : লক্ষ্মীপুরে বীমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। ইনডিপিন্ডেট:১৭.০০
লক্ষ্মীপুরের বটতলীর ইসমাইল হোসেন খান ২০০৫ সালে ৩লাখ টাকার বীমা পলিসি করেন। ২০১৬সালে মেয়াদ পর্যন্ত ৩লাখ ৭৬হাজার টাকা জমা করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে আড়াই বছর। কিন্তু কোনভাবেই টাকা তুলতে পারছেন না ইসমাইল হোসেন ।
একই পরিস্থিতিতে পড়েছেন মান্দারী বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন সহ অনেক গ্রাহক।

বীমার টাকা পাওয়ার জন্য কোম্পানিকে আইনি নেটিশ পাঠিয়ে ও কোন লাভ হচ্ছে না । আইনজীবী হাসিবুর রহমান বলেন, বীমা কোম্পানীগুলো যদি আন্তরিক না হয় তাহলে এই শিল্পের ভবিষৎ হরিয়ে ফেলবে। তিনি বলেন, বীমার যে সুসময় রয়েছ গ্রাহক হয়রানি বন্ধ না হলে এ সুসময় আর ভবিষতে থাকবে না।

বীমাখাত সংশ্লিষ্টরা বলেন, কিছু প্রতিষ্ঠানের অনিয়ম অব্যাবস্থাপনার কারণে , ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরো খাত। আইন যেনে শুনে পলিসি করার মতামত দেন তারা। আইন যেনে পলিসি করলে গ্রাহক হয়রানি কমে যাবে।

স্থানীয় বীমা গ্রাহকরা জানান, টাকা পরিশেধ না করে নানা অযুহাতে বছরের পর বছর হয়রানি করে বীমা কোম্পানিগুলো। তাই এসময় বীমা কোম্পানিগুলোর নিবন্ধন বাতিল করা উচিত। সম্পাদনা: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়