শিরোনাম
◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্র ও কন্যাশিশুর সম্পদে সম অধিকার বাস্তবায়নে কমিটি গঠন করা প্রয়োজন

ইয়াসমিন : পুত্র ও কন্যাশিশুর সম্পদে সম অধিকার বাস্তবায়নে কমিটি গঠন করা প্রয়োজন বলেছেন মানবাধিকার আইনজীবী সালমা আলী। তিনি বলেন, সম্প্রতি আমরা এমন কথা শুনলাম যে পুত্র ও কন্যা যেন সম্পদে সমান অধিকার পায়। এটি খুবই ভাল কথা, এটি বাস্তবায়নের জন্য যারা নারী পুরুষের সমতা নিয়ে কাজ করে, যারা জেন্ডার সমতা নিয়ে কাজ করে তাদের নিয়ে সরকার একটা কমিটি করতে পারে। সেই কমিটিতে সবাই মিলে বসে আইনের সংশোধনগুলো কিভাবে হবে তা নিয়ে কাজ করে দ্রুত এটির বাস্তবায়ন করতে পারে।

তিনি বলেন, এখন কন্যাশিশুদের উপর যে নির্যাতন হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে যে ঘটনাহুলো ঘটছে। যখন সম্পদে কন্যাশিশুর সমান অংশীদারিত্ব আসবে তখন এখন যে নির্যাতনগুলো হচ্ছে এর অনেকটাই কমে আসবে। সেজন্য আমরা মনে করি যে, সম্পদ ও সম্পত্তিতে কন্যাশিশুর সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এই যায়গাটাই এর আগের কোন সরকারই হাত দেয়নি। তাই, আমরা আশা করি বর্তমান সরকার এই বিষয়টি নিয়ে কাজ করবে।

তিনি বলেন, ইচ্ছা করলে মা-বাবা সন্তানকে তাদের সম্পদ সমানভাবে ভাগ করে দিতে পারে। এখন ঢাকা শহরের অনেক মা-বাবা তাদের সন্তানকে ফ্ল্যাট আলাদা আলাদাভাবে ভাগ করে দিচ্ছে। এভাবে অভিভাবকরা এই পরিবর্তনটা আনতে পারে। এতে করে মেয়ের সম্মানটা থাকে। আবার, মেয়ে এবং ছেলের সম্পদে যে পূর্ণ উত্তরাধিকার নিয়ে মানুষ যে ভয় পাচ্ছে যে, মেয়ের জামাই সম্পদ বিক্রি করে দিবে। এই অবস্থার পরিবর্তনের জন্য দেখা গেল কারো যদি মাত্র তিনকাঠা জমি আছে তখন যেন মেয়ের জামাই চাইলেই সম্পদ বিক্রি করতে পারবেনা। কারণ, এই বাড়িতে মা-বাবা ভাইবোন সবাই মিলে থাকত। সেখানে কেউ কারোটা বিক্রি করতে পারবেনা। এতে করে গ্রামে যে এখন সম্পদ নিয়ে অনেক অশান্তি হচ্ছে সেটা হয়ত বন্ধ হবে। এটা করতে হলে একটা কমিটি গঠন করতে হবে। সবাই মিলে বসে বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়