নুর নাহার : বেড়েছে বেশির ভাগ নিত্যপণ্যের দাম। হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বৈরী আবহাওয়া আর কম আমদানির অযুহাত দিচ্ছেন বিক্রেতারা। ইনডিপেনডেন্ট টিভি ১৪:০০
ডিমের দাম বেড়ে প্রতিটি বিক্রি হচ্ছে ১০ টাকায়। শসা টমেটোর কেজি ৮০ টাকা। আর কাঁচা মরিচের কেজি একশ টাকা। এক সপ্তাহ আগেও এক কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। হঠাৎ দাম দ্বিগুণ হয়ে গেছে।
পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি ৪৫ থেকে ৪৬ টাকা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫৫ টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজের কেজি ৪০ টাকা। সেই সঙ্গে বেড়েছে রসুন ও আদার দামও। মানভেদে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকা কেজিতে। দুর্যোপূর্ণ আবহাওয়ায় কম সরবরাহের অযুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা।
সবার নাগালে থাকা ডিমেও মিলছে না স্বস্তি। ডজন প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ প্রতিটি ডিম কিনতে হচ্ছে ১০ টাকায়। দাম বেড়েছে সবজিরও। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।
বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৩৫ টাকা কেজিতে।
সম্পাদনা : জামাল