স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের এবারের আসরে বল হাতে মাশরাফির পারফর্মেন্স তেমন ভালো হয়নি। আর প্রশ্নবিদ্ধ ফর্ম নিয়ে তার অবসরে যাওয়ার গুঞ্জন উঠেছিলো। তবে তিনি অবসরের সিদ্ধান্তের ব্যাপারে পরে ভাববেন বলে জানিয়েছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরেও তার নেতৃত্বে টাইগারবাহিনী খেলবে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সাথে বৈঠকে বসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনা শেষে জানান হয় মাশরাফির নেতৃত্বেই শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ।
মাশরাফির শ্রীলঙ্কা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক নান্নু। অর্থাৎ এখনই যে এই ডানহাতি পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন না সেটা নিশ্চিত হওয়া গেল। বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্রন ১টি উইকেট পেয়েছিলেন তিনি। বাংলাদেশ দলও করতে পারেনি আশানুরূপ ফলাফল। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও, বিশ্বকাপ শেষ করতে হয়েছে অষ্টম স্থানে থেকে। বিশ্বকাপ চলাকালীন সময়েই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।