শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ের একমাত্র নারী বাসচালক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রতীক্ষা দাশ

আমিরুল ইসলাম : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এক তরুণী পেশা হিসেবে নিয়েছেন বাস চালনাকে। এই নারী ভারতে বেস্ট কোম্পানির বাস সার্ভিসের একমাত্র নারী চালক। টাইমস অব ইন্ডিয়া তাকে নিয়ে একটি ফিচার প্রকাশ করে। এতে উঠে আসে যাত্রীবাহী বাস চালানো সাহসী এ নারীর গল্প। সাধারণত বাস কিংবা ট্রাকের মতো ফোর-হুইলার গাড়ির চালানোর সক্ষমতা পুরুষই রাখে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছেন মুম্বাইয়ের মেয়ে প্রতীক্ষা দাশ। উত্তর মুম্বাইয়ের মফস্বল শহর মালাদের ঠাকুর কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি অর্জন করেন প্রতীক্ষা। বেস্ট কোম্পানি সূত্রে জানা যায়, মুম্বাইতে তিনিই এখন একমাত্র নারী বাসচালক। বেস্ট ট্রেইনিং স্কুল থেকে তিনি গাড়ি চালনার উপর কোর্স করেন। সূত্র : দেশ রূপান্তর

প্রতীক্ষা বলেন, ‘একটা সময় ইচ্ছা ছিলো শিক্ষকতা করবো। কিন্তু এখন আমার প্রেম গাড়িকে ঘিরে। আগ থেকেই গাড়ির প্রতি আমার আগ্রহ ছিলো। শুরুতে আমি মোটরসাইকেল চালানো শুরু করি। এরপর মোটরকার, এখন বাস চালাচ্ছি। বাস এবং ট্রাক দুইটাই আমি চালাতে পারি। কলেজ পাস করে ভেবেছিলাম রিজওনাল ট্রান্সপোর্ট অফিসারের চাকরির জন্য চেষ্টা করবো। এজন্য ভারি যানবাহন চালানোর লাইসেন্স বাধ্যতামূলক। তখন আমি বাস চালানোর প্রশিক্ষণ নিই। তখন মনে হলো এটাই তো দারুণ।’ বাসচালক হিসেবে একজন নারীকে মেনে নিতে চান না যাত্রীরা। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করে এমনকি নেতিবাচক মন্তব্যও করে থাকে। তবে পেশাটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে তিনি জানান। প্রতীক্ষা বলেন, হুইলের পেছনে একজন তরুণীকে দেখে অনেকে গাড়িতে উঠতে চান না। কিন্তু লক্ষ্যকে ঠিক রেখে তাদের এসব অবজ্ঞাকে এড়িয়ে আমি এগিয়ে যাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়