শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে এবার সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট

মো: বেলাল হোসেন : ইন্টারনেট পরিসেবা দিতে অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসছে। ক্যাবল ও মোবাইল ইন্টারনেটের পর এবার সরাসরি মহাকাশ থেকেও এই পরিসেবার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন কোম্পানি। ইনডেপিন্ডেট: ১৭.০০

ভবিষ্যতে মহাকাশের উপর কে আধিপত্য কায়েম করবে, এই লক্ষ্যে পুরোদমে প্রতিযোগীতা শুরু হয়ে গেছে। একাধিক পুরানো ও নতুন প্রতিষ্ঠানের মধ্যে রেষারেষি চলছে। শহর, বনজঙ্গল, কৃষিক্ষেত্র ইত্যাদির ওপর স্বয়ংক্রিয় নজরদারির পরিসেবাই এ কোম্পানির আয়ের উৎস। প্যানেট কোম্পানির ক্যামেরা যেকোনো পরিবর্তন শনাক্ত করতে পারে।

২০১৫ সালে মাস্ক স্যাটেলাইটের ব্যবসা ,শুরু করার সিদ্ধান্ত নেন। বিশ্বজুড়ে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিসেবা দিতে চান তিনি। ২০১৮ সালের র্ফেরুয়ারি মাসে স্পেস-এক্স কিছু প্রোটোটাইপ বা নমুনা মহাকাশে পাঠিয়েছে। ২০২৫ সালের মধ্যে ১২,০০০ স্যাটেলাইটের নেটওয়ার্কের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে চান তিনি। অর্থাৎ বর্তমানে যত স্যাটেলাইট পৃথিবীতে প্রদক্ষিণ করছে, এই সংখ্যা তার প্রায় সাত গুণ।

এই লক্ষ্য পূরণে এলন মাস্ক-এর সহযোগী হচ্ছে গুগল। ২০১৫ সালে এই বহুজাতিক কোম্পানি তাঁর স্যাটেলাইট প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সান ফ্রান্সিস্কো শহরের প্যানেট নামের কোম্পানিকেও মদত দিচ্ছে গুগল। ২০১০ সালে প্রতিষ্ঠত এই কোম্পানি এর মধ্যেই মহাকাশে প্রায় ১৫০টি স্যাটেলাইটের মালিক। অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান এত সংখ্যক স্যাটেলাইট নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়