শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে এবার সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট

মো: বেলাল হোসেন : ইন্টারনেট পরিসেবা দিতে অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসছে। ক্যাবল ও মোবাইল ইন্টারনেটের পর এবার সরাসরি মহাকাশ থেকেও এই পরিসেবার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন কোম্পানি। ইনডেপিন্ডেট: ১৭.০০

ভবিষ্যতে মহাকাশের উপর কে আধিপত্য কায়েম করবে, এই লক্ষ্যে পুরোদমে প্রতিযোগীতা শুরু হয়ে গেছে। একাধিক পুরানো ও নতুন প্রতিষ্ঠানের মধ্যে রেষারেষি চলছে। শহর, বনজঙ্গল, কৃষিক্ষেত্র ইত্যাদির ওপর স্বয়ংক্রিয় নজরদারির পরিসেবাই এ কোম্পানির আয়ের উৎস। প্যানেট কোম্পানির ক্যামেরা যেকোনো পরিবর্তন শনাক্ত করতে পারে।

২০১৫ সালে মাস্ক স্যাটেলাইটের ব্যবসা ,শুরু করার সিদ্ধান্ত নেন। বিশ্বজুড়ে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিসেবা দিতে চান তিনি। ২০১৮ সালের র্ফেরুয়ারি মাসে স্পেস-এক্স কিছু প্রোটোটাইপ বা নমুনা মহাকাশে পাঠিয়েছে। ২০২৫ সালের মধ্যে ১২,০০০ স্যাটেলাইটের নেটওয়ার্কের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে চান তিনি। অর্থাৎ বর্তমানে যত স্যাটেলাইট পৃথিবীতে প্রদক্ষিণ করছে, এই সংখ্যা তার প্রায় সাত গুণ।

এই লক্ষ্য পূরণে এলন মাস্ক-এর সহযোগী হচ্ছে গুগল। ২০১৫ সালে এই বহুজাতিক কোম্পানি তাঁর স্যাটেলাইট প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সান ফ্রান্সিস্কো শহরের প্যানেট নামের কোম্পানিকেও মদত দিচ্ছে গুগল। ২০১০ সালে প্রতিষ্ঠত এই কোম্পানি এর মধ্যেই মহাকাশে প্রায় ১৫০টি স্যাটেলাইটের মালিক। অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান এত সংখ্যক স্যাটেলাইট নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়