শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে এবার সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট

মো: বেলাল হোসেন : ইন্টারনেট পরিসেবা দিতে অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসছে। ক্যাবল ও মোবাইল ইন্টারনেটের পর এবার সরাসরি মহাকাশ থেকেও এই পরিসেবার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন কোম্পানি। ইনডেপিন্ডেট: ১৭.০০

ভবিষ্যতে মহাকাশের উপর কে আধিপত্য কায়েম করবে, এই লক্ষ্যে পুরোদমে প্রতিযোগীতা শুরু হয়ে গেছে। একাধিক পুরানো ও নতুন প্রতিষ্ঠানের মধ্যে রেষারেষি চলছে। শহর, বনজঙ্গল, কৃষিক্ষেত্র ইত্যাদির ওপর স্বয়ংক্রিয় নজরদারির পরিসেবাই এ কোম্পানির আয়ের উৎস। প্যানেট কোম্পানির ক্যামেরা যেকোনো পরিবর্তন শনাক্ত করতে পারে।

২০১৫ সালে মাস্ক স্যাটেলাইটের ব্যবসা ,শুরু করার সিদ্ধান্ত নেন। বিশ্বজুড়ে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিসেবা দিতে চান তিনি। ২০১৮ সালের র্ফেরুয়ারি মাসে স্পেস-এক্স কিছু প্রোটোটাইপ বা নমুনা মহাকাশে পাঠিয়েছে। ২০২৫ সালের মধ্যে ১২,০০০ স্যাটেলাইটের নেটওয়ার্কের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে চান তিনি। অর্থাৎ বর্তমানে যত স্যাটেলাইট পৃথিবীতে প্রদক্ষিণ করছে, এই সংখ্যা তার প্রায় সাত গুণ।

এই লক্ষ্য পূরণে এলন মাস্ক-এর সহযোগী হচ্ছে গুগল। ২০১৫ সালে এই বহুজাতিক কোম্পানি তাঁর স্যাটেলাইট প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সান ফ্রান্সিস্কো শহরের প্যানেট নামের কোম্পানিকেও মদত দিচ্ছে গুগল। ২০১০ সালে প্রতিষ্ঠত এই কোম্পানি এর মধ্যেই মহাকাশে প্রায় ১৫০টি স্যাটেলাইটের মালিক। অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান এত সংখ্যক স্যাটেলাইট নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়