শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেপসির বিজ্ঞাপনে মডেল হচ্ছেন ৮৭ বছরের বৃদ্ধা চারুলতা

যুগান্তর থেকে : কখন, কোন বয়সে কার ভাগ্য বদলে যাবে তা কেউই বলতে পারে না। ঠিক এমনটাই ঘটেছে ভারতীয় ক্রিকেট প্রেমী চারুলতা প্যাটেল নামের বৃদ্ধার ক্ষেএেও। এবার পেপসির বিজ্ঞাপনের অংশ হতে যাচ্ছেন ভারতের নতুন মডেল চারুলতা প্যাটেল।

চলতি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ে যখন হতাশার সাগরে ডুবে আছেন সমর্থকরা, তখন একজনের আনন্দ কিছুটা হলেও সে হতাশাকে কমাল।
সেদিন ম্যাচশেষে তার আশীর্বাদ নিতে ছুটে গিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এর পরই রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হন চারুলতা প্যাটেল ।

এই ভারতীয় সমর্থককে নিয়ে হইচইয়ে মেতেছিলেন অনেকে। তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জি নিউজ। তাকে বিনামূল্যে বাকি সব খেলা দেখানোর সুযোগ করে দিতে চেয়েছিলেন মহিন্দ্রা গোষ্ঠীর প্রধান শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।

এসব খবরে নেট দুনিয়ায় এখন পরিচিত মুখ চারুলতা প্যাটেল।
আর তার সেই জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে কোমল পানীয়ের কোম্পানি পেপসি। পেপসির বিজ্ঞাপনে দেখা যাবে এই নতুন সেনশেসনকে।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পেপসির মুখপাত্র বলেন, ‘ক্রেতাদের চাহিদার দিকে তাকিয়েই প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা চালায় পেপসি। ট্রেন্ডকে ফলো করাই পেপসির কাজ। তাই কখনও বলিউড তারকা, কখনও ক্রীড়াব্যক্তিত্বকে দিয়ে পেপসির প্রচার চালিয়ে যাচ্ছি আমরা।’
পেপসির সেই বিজ্ঞাপনের মূল বার্তা হবে ‘বয়স ৮৭ বছর হলেও এক ভক্তের ক্রিকেটের প্রতি ভালোবাসা অটুট।’

উল্লেখ্য, গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে গ্যালারিতে হুইলচেয়ারে বসে ভারতকে সমর্থন করছিলেন ৮৭ বছরের এ বৃদ্ধা। পুরো ম্যাচজুড়ে ক্ষণে ক্ষণে ভুভুজেলা বাজিয়েছিলেন তিনি।

সেদিন রোহিত শর্মা সেঞ্চুরি করলে নেচে নেচে তাকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। আর সব দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। ধারাভাষ্যকারের ঘরে বসে সৌরভ গাঙ্গুলী ও আতহার আলী খানও প্রশংসা করছিলেন চারুলতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়