শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০১:০৪ রাত
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেদ্দায় র‌্যাপার নিকি মিনাজের কনসার্ট বাতিল

রাশিদ রিয়াজ : ব্রিটিশ পপ তারকা নিকি মিনাজের কনসার্ট দেখতে সৌদি আরবের জেদ্দায় সব ধরনের দর্শকদের সমান সুযোগ দেয়ার ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে গেছে। নিকির পক্ষ থেকেই জেদ্দায় এ কনসার্ট বাতিল করা হয়েছে বলে আয়োজকরা বলছেন। হাসিখুশি এই ব্রিটিশ র‌্যাপার কুসংস্কারের বিরুদ্ধে স্বল্প বসনায় তির্যক ভঙ্গীতে গান গেয়ে দর্শকদের মধ্যে উম্মাদনার ঝড় তোলেন। সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান তার দেশে যে সংস্কারের পথ ধরেছেন তাতে সিনেমা ও খেলাধূলা দেখতে নারীদের সরব উপস্থিতি সহ গাড়ি চালনার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু পশ্চিমা ঢংয়ের কনসার্টে দর্শকদের উদ্দাম নাচগান এখনো হয়ত দেশটির ধর্মীয় আলেমরা বিনা বাধায় আয়োজনে সায় দিতে চাচ্ছেন না। আল-আরাবিয়া

এ আয়োজনে সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে ব্রিটিশ সঙ্গীত শিল্পী লিয়াম পায়ানি ও আমেরিকার ডিজে স্টিভ আওকি’র। কিন্তু নিকি মিনাজ এক বিবৃতিতে জানান, সযতনে জেদ্দায় কনসার্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। জেদ্দায় আয়োজিত এ বিশ^ সঙ্গীত উৎসব সম্প্রচারে রাজি হয়নি এমটিভি। সৌদি আরবে তরুণ তরুণীদের মধ্যে কর্মসংস্থানের অভাব ও অর্থনৈতিক উন্নয়ন আকাঙ্খিত মানের না হওয়ায় এক ধরনের হতাশা বিরাজ করছে। এছাড়া বাকস্বাধীনতার তীব্র অভাব ও সরকারের সমালোচনায় কঠোর শাস্তি নিয়ে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সৌদি সরকারের বিরুদ্ধে প্রায়শঃ বিবৃতি দিয়ে যাচ্ছে তখন এধরনের বিশ^ সঙ্গীত উৎসবের আয়োজনকে অনেকে বেমানান বলে মনে করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়