শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে হার্ট, লিভার ও কিডনি, হচ্ছে হৃদযন্ত্রে প্রদাহ

নুর নাহার: বদলে গেছে ডেঙ্গুর প্রকৃতি ও ধরন। জ্বরের শুরুতেই বড় জটিলতায় পড়ছেন রোগী। আক্রান্ত হচ্ছে হার্ট, লিভার ও কিডনি। নতুন আতঙ্ক হয়ে সামনে এসেছে মায়োকার্ডিটিস বা হৃদযন্ত্রের প্রদাহ। এ অবস্থায় ডেঙ্গু চিকিৎসায় নতুন গাইডলাইন করেছে স্বাস্থ্য বিভাগ। ইনডিপেনডেন্ট টিভি ১০:০০

নাজমুস সাকিব পিয়াস। তীব্র জ্বরে ঢাকা মেডিকেলে ভর্তি হলে ধরা পড়ে ডেঙ্গু। এখানে গত জুন ১৩৫ আর জুলাইয়ের প্রথম সপ্তাহে ভর্তি হয়েছেন ৪১ রোগী। মৃত্যু হয়েছে একজনের। গত বছরের জুনে আক্রান্তের সংখ্যা ছিলো ২৯৫। চলতি বছরের জুনে তা ৬ গুণ বেড়ে হয়েছে এক হাজার ৭৩৩ জন। বদলেছে ডেঙ্গুর প্রকৃতিও। এখন এতে আক্রান্ত হচ্ছে হার্ট, লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন বলেন, হার্টে কার্ডাইটিস হয়ে আসছে, ফুসফুসে পানি চলে আসছে, কিডনি ফেইলা নিয়ে আসছে। এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নাই।

স্কয়ার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের চিকিৎসক নিগার নাহিদ। দুদিনের জ্বরেই মৃত্যু হয় তার। চিকিৎসকরা বলছেন, এখন জ্বরের শুরুতেই কমে যাচ্ছে প্লাটিলেট। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ছে। হৃদযন্ত্র আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ায় তৈরি হয়েছে আতঙ্ক।

ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, অনেক রোগীর ডেঙ্গু ভাইরাসের কারণে হার্ট অ্যাটাক হচ্ছে। এতে হােের্টর কার্ডিয়াক মার্কারি বেড়ে যাচ্ছে। এটা কার্ডিয়াক এ্যাটাক না। এটা মায়োকার্ডিটিস না। এটা আসলে ডেঙ্গু ভাইরাসের কারণে হচ্ছে।

বিএসএমএমইউ মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, প্লাটিলেট কমলেই রক্তক্ষরণ হয়। ব্রাশ করতে, নাক দিয়ে রক্ত পড়ে। কিন্তু ইন্টারনাল ব্লিডিং বেশি মারাত্মক। ভেতরে রক্তক্ষরণে হলে রোগী শকে চলে যায়। এতে মৃত্যুঝুঁকি বাড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ডা. আবুল কালাম আজাদ বলেন, আমাদের লক্ষ্য মৃত্যু প্রতিরোধ করা। আমরা গাইডলাইন অনুযায়ী সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছি।

পাশাপাশি ঝুঁকি এড়াতে জ্বরের শুরুতেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকারের রোগ নিয়ন্ত্রণ বিভাগ।
সম্পাদনা : রেজাউল আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়