শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালেও যানজট

আরিফা রাখি: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালেও রাজধানীর বিভিন্ন অঞ্চলের সড়কে যানজটের চিত্র দেখা গেছে। বিশেষ করে মালিবাগ থেকে পল্টন-মতিঝিলের বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট ছিল।

[caption id="attachment_923868" align="alignnone" width="675"] গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালেও যানজট।ছবি : আরিফা রাখি[/caption]

গত ১ জুলাই থেকে আবাসিকে ব্যবহৃত গ্যাসের মূল্য দুই চুলায় ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা এবং এক চুলার জন্য ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদে রোববার দেশজুড়ে হরতাল ডাকে বাম জোট। নির্ধারিত সময় সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতালে সমর্থন দেয় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

পল্টনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল। ছবি : আরিফা রাখি

হরতাল শুরুর পর রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে আটটার পর থেকে রাস্তায় যান চলাচল বাড়তে থাকে। ৯টার পর পর বেশ কিছু রুটে গাড়ির চাপে যানজট বেঁধে যায়। তবে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির চাপ বেশি ছিল।

সকালে হরতাল সমর্থকরা পুরানা পল্টন এলাকায় পিকেটিং ও গাড়ি ভাঙচুর করেন বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। তারা জানান, সকাল সাড়ে ৭টা থেকে দিকে অবস্থানকারী হরতালকারীরা ৮টার পর গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলে হরতালকারীরা স্থানত্যাগ করেন। এ সময় পুরানা পল্টনে অন্তত ২ শতাধিক হরতাল সমর্থক অবস্থান করছিলেন বলেও জানান প্রতক্ষ্যদর্শীরা।

বাম গণতান্ত্রিক জোটের হরতালে জাতীয় প্রেসক্লাবের সামনে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : আরিফা রাখি

ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসাইন (শাহবাগ জোন) জানান, কোথাও কোনো বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

এদিকে, গ্যাসের মূল্য কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৪ জুলাই সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন বলে জানান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। দাবি না মানা হলে ১৯ জুলাই ঢাকায় প্রতীকী সমাবেশ করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়