শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার রিফাত হত্যা: কলেজের সিসিটিভির ফুটেজ গায়েব

শাহাবুদ্দিন পাননা: বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ হত্যার ভিডিও ভাইরাল হলেও কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না । কলেজের ভেতর থেকে কে কারা রিফাত শরীফকে বের করেছিল তা কলেজের সিসিটিভি ফুটেজে থাকার কথা। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা কলে তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

একটি সূত্র জানিয়েছে, রিফাতকে কলেজ থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বন্ড বাহিনীর একটি গ্রুপ কাজ করেছে এবং তারা ব্যাক আপ সাপোর্ট হিসাবে কলেজে অবস্থান করছিল ।

অন্য একটি সূত্র জানায়, বরগুনা সরকারি কলেজের ভেতরে রিফাতকে প্রথম আক্রমণ করে বন্ড বাহিনী । সেখান থেকে মারতে মারতে নিয়ে যাওয়া হয় কলেজের বাইরে এবং কলেজের সামনের রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয় । রিফাত শরীফকে কলেজ থেকে বের করে নিয়ে যাওয়ার দৃশ্য কলেজের সিসি ক্যামেরায় থাকার কথা। কিন্তু এ ঘটনার কোনো ফুটেজই পাওয়া যায়নি কলেজ কর্তৃপক্ষের কাছে।

সরেজমিন দেখা গেছে, কলেজ গেট থেকে একটু সামনে এগুলোই কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের দুটি সিসি ক্যামেরা রয়েছে। কলেজে ঢুকে যেখানে রিফাত শরীফকে প্রথম মারধর করা হয়, সেখানেও একটি সিসি ক্যামেরা রয়েছে। এছাড়া কলেজের বিভিন্ন স্থানে কমপক্ষে ১০-১৫টি সিসি ক্যামেরা রয়েছে । এসব সিসি ক্যামেরা অধ্যক্ষের কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু অধ্যক্ষের রুমে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণকারী মনিটর কাপড় দিয়ে ঢাকা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে মনিটর নষ্ট।

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন গত ২৪ জুন বজ্রপাত হওয়ার কারণে মনিটর নষ্ট হয়ে গেছে। ফলে কোনো ফুটেজ ধারণ করা সম্ভব হয়নি। অথচ ২৪ জুন বরগুনা শহরে বজ্রপাতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও কলেজের সামনের একজন ব্যবসায়ী।

স্থানীয়রা ধারণা করছেন, কোন প্রভাবশালী মহলের অধ্যক্ষ অপরাধ আড়াল করতে সিসিটিভি নষ্টের নাটক করছেন এবং এসব বিষয় তদন্ত করলে অনেক থলের বিড়াল বেড়িয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়