শিরোনাম
◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা 

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্লু বুক জটিলতায় অযথা হয়রানি না করতে পুলিশকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ

নুর নাহার : নির্ধারিত ফি জমা দিয়ে মাসের পর মাস ঘুরেও মেশিন রিডেবল ডিজিটাল ব্ল বুক পাচ্ছেন না যানবাহনের মালিকেরা। ইনডিপেনডেন্ট টিভি - ১০.০০

অন্যদিকে রাস্তায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে হয়রানিতে। জটিলতা স্বীকার করে বিআরটিএ বলছে, শিগগিরই এ অবস্থা কেটে যাবে।

যানবাহন নিবন্ধন সহজ ও আধুনিক করতে ২০১২ সাল থেকে মেশিন রিডেবল, ডিজিটাল ব্লু বুক দিচ্ছে বিআরটিএ। ফ্রান্স থেকে আমদানি করা কার্ড প্রিন্ট করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ। আর এ জন্য বিআরটিএ ফি নিচ্ছে ৫৫৫ টাকা।

টাকা জমা দেয়ার দু মাসের মধ্যে ডিজিটাল ব্লু বুক পাওয়ার কথা গ্রাহকের। তবে অনেকে দেড় বছরেও পাননি এই ব্লু বুক। একের পর এক নতুন তারিখ দিচ্ছে বিআরটিএ।

গ্রাহকরা বলেন, প্রায় ১২ মাসের কাছাকাছি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার স্মার্ট কার্ড পাইনি। শুধু সময় বাড়ায়। অনেক সময় পুলিশের হয়রানিতে পরতে হচ্ছে। কার্ড আছে মেয়াদ নেই। তাই মামলা দিয়ে দেয়।

বিআরটিএ বলছে ডিজিটাল ব্ল বুকের কার্ড আমদানিতে জটিলতার কারণে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবে এখন তা অনেকটা কেটে গেছে। শিগরিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলছে সংস্থাটি।

বিআরটিএর পরিচালক লোকমান হোসেন মোল্লা বলেন, মাঝে সমস্যা ছিলো । স্মার্ট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ঝুলন্ত অবস্থায় ছিলো। কিন্তু এখন সব কাজ শেষ হয়েছে লোকজন কার্ড নিচ্ছে।

ব্লু বুক জটিলতায় অযথা হয়রানি না করতে পুলিশকে অনুরোধও জানিয়েছে বিআরটিএ। সম্পাদনা : রাশিদুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়