শিরোনাম
◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৮:২৯ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ তলা উঁচুতে তারের ওপর হেঁটে ভাইবোনের ইতিহাস

ডেস্ক রিপোর্ট : বিশ্বকে আবারও তাক লাগিয়ে দিলো দ্য ফ্লাইং ওয়ালেন্ডাস। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের সড়ক থেকে ২৫ তলা সমান উঁচুতে টানানো তারের ওপর হাঁটলেন ভাইবোন। এবারই প্রথম সেখানে এমন দুঃসাহসী কাজ করলো কেউ। ফলে তৈরি হয়েছে ইতিহাস। অসংখ্য মানুষ এই ঘটনার সাক্ষী হয়েছেন। স্থানীয়দের পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমীরাও ছিলেন।  বাংলা ট্রিবিউন

গত ২৩ জুন খ্যাতিমান ডেয়ারডেভিল নিক ওয়ালেন্ডা ও তার বোন লিজানা ১ হাজার ৩০০ ফুট উঁচু জায়গা দিয়ে ওয়ান টাইমস স্কয়ার ভবন থেকে টু টাইমস স্কয়ার ভবন পাড়ি দিয়েছেন। তাদের এই স্টান্ট ছিল রুদ্ধশ্বাসপূর্ণ।

প্রথমে টু টাইমস স্কয়ার থেকে রাত ৯টা ২০ মিনিটে স্টান্ট দেখানো শুরু করেন নিক। এর এক মিনিট পর ওয়ান টাইমস স্কয়ার ভবন থেকে তারের ওপর হাঁটতে থাকেন লিজানা। ধীরে ধীরে তারা একে অপরের দিকে এগোন। স্টান্টের মধ্যেই চলছিল তাদের আলাপ।

লিজানা কখনও গান গেয়েছেন। মাঝে একটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাবার সঙ্গে কথা বলেন তারা। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সারাবিশ্ব সেইসব শুনেছে। ১৭ মিনিট স্টান্ট করার পর তারা পাশাপাশি আসেন। লিজানা তখন তারের ওপর বসে পড়েন। এরপর নিক তাকে অতিক্রম করে যান। টানটান উত্তেজনায় দু’জনে দুটি ভবন পাড়ি দিতে সক্ষম হন।

নিকের জন্য এই স্টান্ট ছিল দীর্ঘদিনের স্বপ্নপূরণের মতো। ১৯২৮ সালে তার পরিবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্টান্ট করেছিল। টাইমস স্কয়ার পাড়ি দিয়ে তাদের প্রতি সম্মান জানিয়েছেন বলে এবিসি নিউজকে জানান তিনি।

স্টান্টের আগে বোনকে নিয়ে চিন্তিত ছিলেন নিক। কারণ আড়াই বছরেরও কম সময় আগে গুরুতর আহত হয়েছিলেন লিজানা। তখন মহড়ায় ৩০ ফুট উঁচুতে টানানো দড়ি থেকে চারজনসহ পড়ে যান তিনি। সুস্থ হওয়ার পর এটাই ছিল তার প্রথম পারফর্মিং।

এদিকে ভাইকেও নিয়ে উদ্বিগ্ন ছিলেন লিজানা। কারণ তিনি জানেন, তাকে নিয়ে নিকের দুশ্চিন্তা হচ্ছিল। পারফরম্যান্স দেখানোর আগে উচ্চতার কারণে নার্ভাস ছিলেন এই তরুণী।

দুঃসাহসী স্টান্ট পারফরমারদের দ্য ফ্লাইং ওয়ালেন্ডাস বলা হয়, যারা কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অনেক উঁচুতে দড়ি বা তারের ওপর হেঁটে বিস্মিত করেন। গ্রেট ওয়ালেন্ডাসের সপ্তম প্রজন্ম নিক ও লিজানা। তাদের প্রপিতামহ কার্ল ওয়ালেন্ডা জার্মানি থেকে সপরিবারে আমেরিকায় পাড়ি দেন। এরপর দ্য রিংলিং ব্রাদার্স ও বারনাম অ্যান্ড বেইলি সার্কাসে পারফর্ম করতে থাকেন তারা। ১৯৭৮ সালে পুয়ের্তোরিকোতে দুটি ভবনের মাঝে স্টান্ট করতে গিয়ে ৭৩ বছর বয়সে নিহত হন কার্ল ওয়ালেন্ডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়