শিরোনাম
◈ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে ◈ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর  সপরিবারে ভিসানিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো আয়োজিত স্বর্ণমেলায় বৈধ হলো ১৭৫ কোটি টাকার সোনা, রূপা ও হীরা

স্বপ্না চক্রবর্তী : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘স্বর্ণমেলায়’ ১৭৫ কোটি টাকার অবৈধ সোনা, রূপা ও হীরা বৈধ করেছেন ব্যবসায়ীরা। মেলায় এক হাজার ২০০ ব্যবসায়ীর ডায়মন্ড, সোনা ও রূপা বৈধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগাওয়াল।
গত মঙ্গলবার রাতে তিন দিনব্যাপী স্বর্ণমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) যৌথ আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ দেশের আটটি বিভাগে এ মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে দিলীপ কুমার আগারওয়াল বলেন, ‘আগামী ৩০ জুনের মধ্যে ব্যবসায়ীরা তাদের অঘোষিত সোনা, রূপা ও ডায়মন্ড বৈধ করবেন। আমরা চাই, ভ্যাট কমর্কতার্দের হয়রানির শিকার যেন আর না হই। সোনায় পাঁচ শতাংশ ভ্যাট কেউ দিতে চাই না। এজন্য আমরা ভ্যাট কমানোর দাবি করছি। আর ভ্যাট কমলে কর আদায় দ্বিগুণ হবে।’

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘সোনা সাদা করতে মানুষের উৎসাহ আছে। সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের সোনা কারিগররা অনেক বেশি অভিজ্ঞ। এজন্য তাদের প্রশিক্ষণ দরকার। আগামী মাসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বর্ণের ব্যবসায়ীদের একটি জায়গার জন্য বাংলাদেশ ইকোনমিক জোনে চিঠি দেওয়া হবে।’
সোনায় পাঁচ শতাংশ ভ্যাট বেশি হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এটা সহনীয় মাত্রা থাকা ভালো। আমাদের দেশের মানুষ যেন কলকাতামুখী না হন। এজন্য সোনা ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ‘সোনা আমদানি এখন সহজ হবে। প্রতি ভরি দুই হাজার টাকা দিয়ে আমদানি করা যাবে। আশা করছি, অবৈধভাবে দেশে আর সোনা আসবে না। সোনা ব্যবসায়ীদের জন্য অথর্নৈতিক জোন করতে জুলাইয়ে এনবিআর থেকে বাংলাদেশ ইকোনমিক জোনের কাছে চিঠি দেবো। এছাড়া সোনায় ভ্যাট কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানানো হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের সভাপতি গঙ্গা চরণ মালাকার ও এনবিআর সদস্য কানন কুমার রায়।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়