শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে হাতিরঝিলে নায়ক-নায়িকাদের ওপর বখাটেদের হামলা

সুজন কৈরী : রাজধানীর হাতিরঝিলে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় চলচ্চিত্র নায়ক-নায়িকাদের ওপর স্থানীয় বখাটেরা হামলা চালিয়েছে। হামলার ঘটনায় নায়ক জয় চৌধুরী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে রানা ও রেজা নামে দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হাতিরঝিলের মহানগর ব্রীজের ওপর এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে একজন পার্শ্ব অভিনেত্রী জানান, মঙ্গলবার রাতে গুলশানে ক্যাপিট্যাল ক্লাবে চিত্র নায়িকা শিরিন শিলার জন্ম দিনের অুনষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে তারা অংশ নিয়ে রাত সাড়ে ১২ টার দিকে হাতিরঝিলে ঘুরতে যান। তাদের সঙ্গে ছিলেন নায়ক জয় চৌধুরী, নাদিমুল ইসলাম (নাদিম) শিপন মিত্র, সাঞ্জু জন, চিত্র নায়িকা বিপাশা কবির, রুমানা নীড় ও আঁচল। মহানগর ব্রীজের ওপর তাদের দুই টি প্রাইভেট কার দাঁড় করিয়ে তারা আড্ডা দিচ্ছিলেন। এসময় স্থানীয় বখাটে যুবক এক চিত্রনায়িকাকে উত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করে নায়ক জয় চৌধুরী। এ নিয়ে বখাটে যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। ওই সময় আরো ৪/৫ জন বখাটে যুবক সেখানে জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে নায়ক-নায়িকাদের উদ্ধার করতে সেখানে দ্রুত উপস্থিত হন চিত্র নায়ক জায়েদ খান। পরে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুই বখাটে যুবককে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। বখাটে যুবকরা নায়িকাদের উত্যক্ত করার চেষ্টা করেছিল। আমরা উপস্থিত হয়ে দুই বখাটে যুবককে গ্রেফতার করেছি। বখাটেদের হামলায় একজন চিত্র নায়ক সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় নায়ক-নায়িকাদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে চিত্র নায়ক জায়েদ খান বলেন, শিল্পীদের সঙ্গে অশালীন আচরণ ও মারধরের ঘটনা শুনে আমি সেখানে যাই। গিয়ে দেখি, পুলিশ তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। আমরা এ বিষয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে পদক্ষেপ নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়