আশরাফুল আলম খোকন : ছাত্র রাজনীতি ‘নিয়মিত’ ছাত্রদের হাতে থাকবে... এই প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন ২০০৬ সালে ‘স্বচ্ছ ব্যালট বাক্সে’ সরাসরি ভোটের মাধ্যমে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সেই থেকে ২৭-২৯ বছর বয়সের মধ্যেই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে। তখন কচিকাঁচার আসর বলে অনেকেই হাসাহাসি করেছিলো। ১৪ বছর পরে এসে শেখ হাসিনার দেখানো সেই পথ অনুসরণ করছে বিএনপি।
তারাও ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে বয়সের যে হিসাব দেয়া হয়েছে (২০০০ সাল ও এরপর এসএসসি) তাতে আদু ভাইরাও থাকবে অর্থাৎ ৩৫ বছর বয়সীরাও প্রার্থী হতে পারবেন এবং ৩৫ বছর বয়সী ছাত্রনেতা (!) টিকে নাকি অবিবাহিতও হতে হবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে ব্যালট বাক্স স্বচ্ছ হবে কিনা তা তারা বলেননি। ফেসবুক থেকে