শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেল সেতু কি এমনিই ভেঙে পড়লো, নাকি অন্য কোনো ব্যাপার?

শাশ্বত জামান : রেল সেতু কি এমনি এমনি ভেঙে পড়লো? নাকি অন্য কোনো ব্যাপার? বাংলাদেশ রেলওয়ে নিয়ে আমি হতাশ। রেলে ঢিল ছুড়ে মারে কারা? কারা ঢিল মারায়? এসবের কি সুরাহা হবে না? প্রতিবছর রেলে লোকসান। কিন্তু যাত্রী তো ঠেলে ফেলা যায় না। এমনকি ছাদের কোণাও ফাঁকা থাকে না। যা দেখে সারাবিশ্বের লোক হাসে। তবুও লোকসান আসে কিসে? কোনো সরকারের আমলেই রেল ঠিকমতো প্রতিষ্ঠিত হয়নি। রেলের দুর্নীতি এবং রেলে দুর্নীতি করানোর চক্র খুবই সক্রিয়। কম খরচে অধিক নিরাপদে যাতায়াতের এই মাধ্যমটি স্বাধীনতার ৪৮ বছরেও খোঁড়াচ্ছে।

রেলের স্থান কোনোদিন বাস নিতে পারবে না। বাস পরিবহন সেই নিরাপত্তা দিতে এবং খরচ কমাতেও পারবে না, তবু জোর করে বাসে চড়িয়ে আখের গোছাচ্ছে বাস পরিবহনের লোকেরা। নানা সময়ে রেলকে দমিয়ে রাখতে তাদের দৌড়ঝাঁপ দেখা গেছে। অথচ প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে দেখি রেলই হলো সেদেশের লাইফলাইন। কি দূরন্ত গতিতে বৈদ্যুতিক রেলগুলো ছুটে চলছে হাজার হাজার মানুষ নিয়ে এবং কম খরচে উন্নত পরিবহন সেবা দিচ্ছে। রয়েছে মেট্রো। শত কিলোমিটার দূর থেকেও রোজ মানুষ কর্মক্ষেত্রে এসে রোজই বাড়িতে ফিরে যাচ্ছে।

শহরের উপর চাপ পড়ছে কম। যেখানে আমাদের ঢাকায় কোনো মানুষ কাজ করতে ঢুকলে আর ঈদের সময় ছাড়া ঘরেই ফেরে না। তখন কি তথৈবচ অবস্থা! আরও উন্নত দেশগুলোর দিকে তাকাই। জাপান, জার্মানি, স্পেন, ইতালি, চিন প্রভৃতি দেশে তো সুপার ফাস্ট রেল ব্যবস্থা। বিমানের গতিতে রেল চলে। তারা প্রতিনিয়ত রেলের উন্নয়ন করে যাচ্ছে। সেসব দেশেও তো বাস পরিবহন আছে। কিন্তু এতোটা আদিখ্যেতা এবং অর্থ লোভ নেই। শুধু রেল বলি কেন, রাষ্ট্রের কিছু খাতকে প্রতিষ্ঠিত করা গেলো না এতোদিনেও। যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান এসব মৌলিক খাতগুলো সুদৃঢ় না করলে চলবে কি করে? সিলেট থেকে ঢাকায় আসার পথে রাতে একটি ট্রেন ব্রিজ ভেঙে পড়ে গেলো। এতোটা চিন্তা হচ্ছে, কি বলবো! যোগাযোগের মাধ্যম হিসেবে রেলই আমার সবচেয়ে প্রিয়। রেলের রাজকীয় একটা বৈশিষ্ট্য আছে। রাজকীয় এই পরিবহনের এমন ভেঙে পড়া অবস্থা এবং মানুষের হতাহতের চিত্র দেখলে মনের গভীর থেকে নিঃস্ব অনুভব করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়