শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেল সেতু কি এমনিই ভেঙে পড়লো, নাকি অন্য কোনো ব্যাপার?

শাশ্বত জামান : রেল সেতু কি এমনি এমনি ভেঙে পড়লো? নাকি অন্য কোনো ব্যাপার? বাংলাদেশ রেলওয়ে নিয়ে আমি হতাশ। রেলে ঢিল ছুড়ে মারে কারা? কারা ঢিল মারায়? এসবের কি সুরাহা হবে না? প্রতিবছর রেলে লোকসান। কিন্তু যাত্রী তো ঠেলে ফেলা যায় না। এমনকি ছাদের কোণাও ফাঁকা থাকে না। যা দেখে সারাবিশ্বের লোক হাসে। তবুও লোকসান আসে কিসে? কোনো সরকারের আমলেই রেল ঠিকমতো প্রতিষ্ঠিত হয়নি। রেলের দুর্নীতি এবং রেলে দুর্নীতি করানোর চক্র খুবই সক্রিয়। কম খরচে অধিক নিরাপদে যাতায়াতের এই মাধ্যমটি স্বাধীনতার ৪৮ বছরেও খোঁড়াচ্ছে।

রেলের স্থান কোনোদিন বাস নিতে পারবে না। বাস পরিবহন সেই নিরাপত্তা দিতে এবং খরচ কমাতেও পারবে না, তবু জোর করে বাসে চড়িয়ে আখের গোছাচ্ছে বাস পরিবহনের লোকেরা। নানা সময়ে রেলকে দমিয়ে রাখতে তাদের দৌড়ঝাঁপ দেখা গেছে। অথচ প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে দেখি রেলই হলো সেদেশের লাইফলাইন। কি দূরন্ত গতিতে বৈদ্যুতিক রেলগুলো ছুটে চলছে হাজার হাজার মানুষ নিয়ে এবং কম খরচে উন্নত পরিবহন সেবা দিচ্ছে। রয়েছে মেট্রো। শত কিলোমিটার দূর থেকেও রোজ মানুষ কর্মক্ষেত্রে এসে রোজই বাড়িতে ফিরে যাচ্ছে।

শহরের উপর চাপ পড়ছে কম। যেখানে আমাদের ঢাকায় কোনো মানুষ কাজ করতে ঢুকলে আর ঈদের সময় ছাড়া ঘরেই ফেরে না। তখন কি তথৈবচ অবস্থা! আরও উন্নত দেশগুলোর দিকে তাকাই। জাপান, জার্মানি, স্পেন, ইতালি, চিন প্রভৃতি দেশে তো সুপার ফাস্ট রেল ব্যবস্থা। বিমানের গতিতে রেল চলে। তারা প্রতিনিয়ত রেলের উন্নয়ন করে যাচ্ছে। সেসব দেশেও তো বাস পরিবহন আছে। কিন্তু এতোটা আদিখ্যেতা এবং অর্থ লোভ নেই। শুধু রেল বলি কেন, রাষ্ট্রের কিছু খাতকে প্রতিষ্ঠিত করা গেলো না এতোদিনেও। যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান এসব মৌলিক খাতগুলো সুদৃঢ় না করলে চলবে কি করে? সিলেট থেকে ঢাকায় আসার পথে রাতে একটি ট্রেন ব্রিজ ভেঙে পড়ে গেলো। এতোটা চিন্তা হচ্ছে, কি বলবো! যোগাযোগের মাধ্যম হিসেবে রেলই আমার সবচেয়ে প্রিয়। রেলের রাজকীয় একটা বৈশিষ্ট্য আছে। রাজকীয় এই পরিবহনের এমন ভেঙে পড়া অবস্থা এবং মানুষের হতাহতের চিত্র দেখলে মনের গভীর থেকে নিঃস্ব অনুভব করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়