শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ দিনের সফরে পরিবার নিয়ে ফ্রান্স যাবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : গতকাল বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো টাইগারদের। আগামী ২ জুলাই এজবাস্টনে ভারতের সঙ্গে খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলার আগে লম্বা সময় পেয়েছে টাইগাররা। তাই খেলোয়াড়দের পাঁচ দিনের ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর এই ছুটিতে সবাই নিজেদের মতো করে পরিকল্পনা সাজাচ্ছেন। তবে এই পরিকল্পনায় এগিয়ে চলমান বিশ্বকাপের রেকর্ড বয় সাকিব। পরিবার সহ রওয়ানা হয়ে যাচ্ছেন ফ্রান্সে। স্ত্রী উম্মে হাসান শিশির ও কন্যা অ্যালাইনা হাসান অব্রির সঙ্গে সুগন্ধির শহর ফ্রান্স ভ্রমণে সঙ্গে থাকবেন সাকিবের বাবা ও মা।

২০ জুলাই নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন ইংল্যান্ডে এসে পৌঁছেছেন সাকিবের বাবা-মা। ফ্রান্স ভ্রমণ শেষে তাদের সুইজারল্যান্ডেও যাওয়ার কথা রয়েছে।

তবে সাকিব ফ্রান্সে গেলেও অন্যরা এখনো ঠিক করে উঠতে পারেননি কোথায় যাবেন। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, দলপতি মাশরাফি বিন মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল ছুটিতে বার্মিংহ্যামে টিম হোটেলেই থাকছেন। বাকিদের কেউ যাবেন লন্ডনে, কেউ থাকবেন টিম হোটেলে। আবার কেউবা ইংল্যান্ডের অন্য শহরে।

বিশ্বকাপের চলতি আসরে ব্যাট-বলে জয়রথ ছুটিয়ে চলেছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৬ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৩টি ফিফটিতে ৪৭৬ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে। বল হাতে নিয়েছেন ১০ উইকেট। বোলারদের তালিকায় আছেন ৯ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়