আক্তারুজ্জামান : বিশ্বকাপে অস্ট্রেলিয়া যে বরাবরই ফেবারিট দল, সেটা বলার অপেক্ষা রাখে না। আসর শুরুর আগে নানান বিতর্কিত কর্মকাণ্ড অজি শিবির উত্তাল থাকলেও টুর্নামেন্ট শুরু হতেই পাল্টে গেছে দৃশ্যপট। একের পর এক জয় ছিনিয়ে নিয়ে সেমির স্বপ্ন দেখছে। আজ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেও জ্বলে উঠেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার বোলিং করেছে বাংলাদেশ দল। অ্যারন ফিঞ্চের উইকেট ছাড়া আর কোনো সফলতা পায়নি টাইগাররা। উসমান খাজাকে নিয়ে ১৬১ রানের দারুণ জুটি গড়েছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। রান উঠেছে ২৮২। ওয়ার্নার ১৪৩ ও খাজা ৭৬ রানে ক্রিজে আছেন।
ওয়ার্নার এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। ফিঞ্চকে ফিরিয়ে বাংলাদেশ দলের একমাত্র সফলতা পান সৌম্য সরকার।