আক্তারুজ্জামান : ৩২২ রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নেমে সৌম্য’র বিদায়ের পর তামিম ফেরে গেলে বিপদ বাড়িয়েছিল মুশফিক। কিন্তু সে সব চিন্তা আর কারো মাথায় নেই। জয়ের অপেক্ষা শুরু করেছে দেশের ষোলো কোটি মানুষ। আর সেই আশাটা দেখতে পাচ্ছে সাকিব ও লিটন জুটির ওপর ভর করে।
সাকিব আল হাসান টানা শতক করে দলকে যেমন এগিয়ে নিচ্ছেন তেমন মিঠুনের জায়গায় একাদশে সুযোগ পেয়েই নিজের সেরাটা দিচ্ছেন লিটন দাস। ইতিমধ্যে পেয়েছেন ফিফটির দেখা।
এই জুটি ইতিমধ্যে দেড়শ’র বেশি রান করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯০। সাকিব ১১৩ এবং লিটন ৭৩ রানে ক্রিজে আছেন।