শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন ছাত্রলীগে পদবঞ্চিতরা

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি প্রতিনিধি: ১৮জুন মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন ছাত্রলীগে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অবস্থান কর্মসূচী পালনকারী নেতাকর্মীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের এ নেতাকর্মীরা তাদের পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক রানা হামিদ। মঙ্গলবার (১৮ জুন) সাড়ে এগারোটায় তারা সংবাদ সম্মেলন করতে চান বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ করে দেয়া, কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া, যোগ্যদের কমিটিতে পদায়ন করা এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে তাদের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

প্রসঙ্গত, গত ১৩ মে ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিক্ষোভ মিছিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময়ে তাদের উপরে হামলা হয়।

পরে ১৮ মে রাতে সভাপতি সাধারণ সম্পাদকের কাছে ৩০১ সদস্যের মধ্যে বিতর্কিতদের তালিকাসহ হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্ষুব্ধনেতাকর্মীদের উপর আবার হামলার অভিযোগে হামলার শিকার নেতারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতাদের এবং সভাপতি-সাধারণ সম্পাদকের দাবি মেনে নেয়ার আশ্বাসে ২২ ঘন্টা পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেও ২৭মে বিতর্কিতদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর ঘটনাকে কেন্দ্র ঐদিন মধ্যরাত থেকে শুরু করে ১৭জুন প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাজু ভাস্কর্যেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়