শিরোনাম
◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে প্রবাসীদের জন্যে ৩৫ ধরনের কাজ নিষিদ্ধ হচ্ছে, স্থানীয়দের ন্যূনতম বেতন বৃদ্ধি ৮৩ শতাংশ

রাশিদ রিয়াজ : বাহরাইনের নাগরিকদের কর্মসংস্থানে আরো অধিক সম্পৃক্ত করতে দেশটিতে ৩৫ ধরনের কাজ প্রবাসীদের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে কেউ যদি এধরনের কাজে প্রবাসীদের নিয়োগ দেয় তাহলে তার ২০ হাজার বাহরাইনি দিনার জরিমানা হবে। দেশটির সংসদ সদস্যরা সকল ক্ষেত্রে প্রথমে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়ার জোর দাবি জানান। স্থানীয়দের জন্যে ন্যূনতম বেতন ৮৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে তা সাড়ে ৫’শ বাহরাইনি দিনার বা ১৪’শ ৬২.৭৭ ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাহরাইনিদের ন্যূনতম বেতন হচ্ছে ৩’শ দিনার। গালফ নিউজ ডেইলি

বাহরাইনের সাংসদদের দেয়া ওই প্রস্তাবে শিক্ষা, মুদ্রা বিনিময়, হিসাব ও বাণিজিক কর্মকা-সহ ৩৫টি কাজে প্রবাসীদের সুযোগ না দিয়ে এসব স্থানে দ্রুত স্থানীয়দের নিয়োগের কথা বলা হয়েছে। তবে ৩৫টি কাজের পুরো তালিকা প্রকাশ করা হয়নি। এধরনের কাজগুলোতে এখন বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকরা কাজ করছে। বাহরাইনে অন্তত ৩০টি মুদ্রাবিনিময় প্রতিষ্ঠানে ৩ হাজার প্রবাসী কাজ করছে। তাদের বাদ দিলে সেখানে বাহরাইনিদের নিয়োগ দেয়া সম্ভব হবে। এমনটা জানান বাহরাইনের সংসদ সদস্য আহমেদ আল সালুম। যিনি সংসদে দেয়া ওই প্রস্তাবদাতাদের একজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়