শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে প্রবাসীদের জন্যে ৩৫ ধরনের কাজ নিষিদ্ধ হচ্ছে, স্থানীয়দের ন্যূনতম বেতন বৃদ্ধি ৮৩ শতাংশ

রাশিদ রিয়াজ : বাহরাইনের নাগরিকদের কর্মসংস্থানে আরো অধিক সম্পৃক্ত করতে দেশটিতে ৩৫ ধরনের কাজ প্রবাসীদের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে কেউ যদি এধরনের কাজে প্রবাসীদের নিয়োগ দেয় তাহলে তার ২০ হাজার বাহরাইনি দিনার জরিমানা হবে। দেশটির সংসদ সদস্যরা সকল ক্ষেত্রে প্রথমে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়ার জোর দাবি জানান। স্থানীয়দের জন্যে ন্যূনতম বেতন ৮৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে তা সাড়ে ৫’শ বাহরাইনি দিনার বা ১৪’শ ৬২.৭৭ ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাহরাইনিদের ন্যূনতম বেতন হচ্ছে ৩’শ দিনার। গালফ নিউজ ডেইলি

বাহরাইনের সাংসদদের দেয়া ওই প্রস্তাবে শিক্ষা, মুদ্রা বিনিময়, হিসাব ও বাণিজিক কর্মকা-সহ ৩৫টি কাজে প্রবাসীদের সুযোগ না দিয়ে এসব স্থানে দ্রুত স্থানীয়দের নিয়োগের কথা বলা হয়েছে। তবে ৩৫টি কাজের পুরো তালিকা প্রকাশ করা হয়নি। এধরনের কাজগুলোতে এখন বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকরা কাজ করছে। বাহরাইনে অন্তত ৩০টি মুদ্রাবিনিময় প্রতিষ্ঠানে ৩ হাজার প্রবাসী কাজ করছে। তাদের বাদ দিলে সেখানে বাহরাইনিদের নিয়োগ দেয়া সম্ভব হবে। এমনটা জানান বাহরাইনের সংসদ সদস্য আহমেদ আল সালুম। যিনি সংসদে দেয়া ওই প্রস্তাবদাতাদের একজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়