শিরোনাম

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসিকে একহাত দিলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে রেকর্ড সংখ্যক বৃষ্টি বিঘ্নিত ম্যাচের কারণে আইসিসির সমালোচনায় ক্রিকেটবিশ্বে তোলপাড় চলছে। এবার সেই সাথে তাল মিলিয়ে আইসিসিকে ধুয়ে দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

ক্রিকেটের অস্তিত্ব যেখান থেকে ফুটে উঠেছে সেই ইংল্যান্ডে এবারের বিশ্বকাপের আসর। অথচ সেখানে যখন বৃষ্টি হয়ে দাঁড়ায় ম্যাচ আয়োজনের প্রতিবন্ধকতা, সমালোচনা হওয়াটাই স্বাভাবিক! আর হচ্ছেও তাই। এখন পর্যন্ত রেকর্ডসংখ্যক চারটি ম্যাচ পণ্ড হয়েছে, যার তিনটিই পরিত্যক্ত। শঙ্কা আছে সামনের বেশ কিছু ম্যাচ নিয়েও। যেখানে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি দুটি পণ্ড ম্যাচের সাক্ষী। দল হিসেবে এবার খুব একটা শক্তিশালী না হলেও একবারের বিশ্বচ্যাম্পিয়নরাও এই দুই খেলায় পূর্ণ পয়েন্ট চেয়েছিল। শ্রীলঙ্কার সাবেক ভরসা সাঙ্গাকারা বৃষ্টির কারণে খেলার এমন পরিণতি মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, ‘এটা আসলে ভাগ্যের ওপর নির্ভরশীল। কিন্তু কোনো কোনো দলের জন্য এটা মেনে নেওয়া খুব কষ্টকর। বিশেষ করে যেখানে পিচের কোনো নির্দিষ্টতা নেই। একই ভেন্যুতে একেকদিন একেক রকম পিচ। কখনো একই পিচ সবুজ হচ্ছে কখনো বা বাদামি।’

তিনি আরো বলেন, ‘এটা লজ্জাজনক, বৃষ্টিতে পুরো মাঠ ঢেকে ফেলা খুব স্বাভাবিক ব্যাপার। শ্রীলঙ্কায়ও ব্যাপারটা খুব স্বাভাবিক। এর জন্য যে প্রচেষ্টা থাকা দরকার তাও দেখা যাচ্ছে না। এখানে অনেক লোকের প্রয়োজন। তা না হলে মৌসুমি এই বৃষ্টির থেকে রক্ষা পাওয়া সম্ভব না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়