শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঙচিল আসবে ২৪ জুলাই, প্রধানমন্ত্রী সম্মতি দিলে ২৮ তারিখ আকাশে উড়বে

তৌহিদ এলাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ করা গাঙচিলের দেশে আসার সময় হয়েছে।মার্কিন মুলুকের সিয়াটল থেকে গাঙচিল ডানা মেলবে আসছে জুলাইয়ের ২৩ তারিখ, বোয়িং কোম্পানির এই ড্রিমলাইনার বিমানটি পরদিন ঢাকায় অবতরণ করবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ড্রিমলাইনারের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাঙচিলের অন্য তিন সঙ্গীর নাম  আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।।২৭১ সিটের সুপরিসর্ এই বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ বাংলাদেশের তৃতীয় ড্রিমলাইনার ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে ১০টি নতুন বিমান কেনার চুক্তি করেছিলো বোয়িং কোম্পানির সঙ্গে । সব মিলিয়ে দাম পড়েছে  ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলার । ড্রিমলাইনার গাঙচিল ৯ নাম্বার, সেপ্টেম্বরে আসবে চুক্তির শেষ বিমানটি, সেটি হবে বহরের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়ের সচিব মহিবুল হক গণমাধ্যমকে জানান, উড়োজাহাজটি এসে গেলে বিমানের নতুন রুট চালু করার পরিকল্পনা তাদের।বর্তমান রুটগুলোতেও যে বিমান সংকট রয়েছে তা অনেকটা কমে আসবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বোয়িং  ড্রিমলাইনার ‘গাঙচিল’-এ ২৭১টি আসন রয়েছে  । এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি, ইকোনমি ২৪৭টি। বিজনেস ক্লাসের আসন ১৮০ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড করা সম্ভব। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগে। এটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে উড়তে সক্ষম।

ইঞ্জিন বানিয়েছে জেনারেল ইলেকট্রিক (জিই)। বিমানটি নিয়ন্ত্রণ হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এই বিমান ওজনে হালকা। ভূমি থেকে বিমানটির উচ্চতা ৫৬ ফুট। দু’টি পাখার আয়তন ১৯৭ ফুট। এর ককপিট থেকে টেল (লেজ) পর্যস্ত ২৩ লাখ যন্ত্রাংশ রয়েছে। প্রতিটি আসনের সামনে প্যানাসনিকের এলইডি এস-মনিটর রয়েছে। যাত্রা পথে সরাসরি ৯টি টিভি চ্যানেল দেখা যাবে। একই সঙ্গে ড্রিমলাইনারের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে (আইএফই) থাকবে ১শ’টির বেশি ক্লাসিক থেকে ব্লকব্লাস্টার চলচ্চিত্র। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে যাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে ওয়াইফাই সুবিধা। এছাড়া আকাশে উড্ডয়নের সময় ফোন কল করতে পারবেন যাত্রীরা।

সম্পাদনা : সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়