শিরোনাম
◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ ◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার?

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বেদনাকে বলেছি, কেঁদো না’!

শিবু কান্তি দাস : দেশের প্রধানতম কবি হেলাল হাফিজ। সবাই জানেন, তিনি অসুস্থ। জীবন সংকটময়বস্থায় আছেন। কবি নিজেই তা ব্যক্ত করলেন । ১৩ জুন সকালে কবি ফানে শুভ সকাল দিয়ে কথা শুরু করেন। বিকালে সাক্ষাতে দীর্ঘক্ষণ কথা হয় কবির জীবন ও কবিতা নিয়ে। অসুস্থ হয়েও তিনি তার লক্ষ, হাজার পাঠকের কথাই ভাবছেন শুধু। তিনি না থাকলে তার পাঠকদের কি প্রতিক্রিয়া হবে?

তিনি যেদিন থাকবেন না, পাঠকরা যেন বেদনাহত না হয়। তাই তো ‘বেদনাকে বলেছি কেঁদো না’ কবিতা। তিনি সেই দুই হাজার এগার থেকে রাজধানীর তোপখানা রোডের আবাসিক হোটেল কর্ণফুলী’তে নিবাস যাপন করে আসছেন। প্রথম দিনে রুমে ঘুমিয়েই ভেবেছেন একটা নিঃসঙ্গতা নিয়ে। পাশাপাশি কতো রুমে। রুমে রুমে মানুষ । কিন্তু কেউ কারো দিকে তাকাবার সময় নেই। হোটেলের দ্বিতীয় দিনে লেখেন, তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছো। কী অসাধারণ না? কে ভাবতে পারেন এমন করে? কবির পক্ষেই শুধু সম্ভব।

আবার,‘পথ’ কবিতায় লেখেন, যদি যেতে চাও, যাও, আমি পথ হবো চরণের তলে, না ছুঁয়ে তোমাকে ছোঁবো, ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে। কেউ কেউ হয়ত কবিতার এমন শক্তিময় চরণ পড়ে ভাববেন, কবি তার কোনো প্রেমিকার জন্য লিখেছেন । কিন্তু না। ভালোবাসা শুধু কি একজন নারীর প্রতি? জাগতিক সংসারে কতোজনকে না কতোভাবে ভালোবাসতে হয়।

সিলেটের বাউল কবি শামসুল হক। তিনি হেলাল ভাইকে আশির দশকে বস্তা বস্তা চিঠি লিখতেন। কোনো নোটিশ ছাড়াই ঢাকায় এসে পড়তেন। কবি তখন সেগুন বাগিচায় দৈনিক দেশ পত্রিকায় চাকরি করতেন। পথ কবিতাটি শামসুল হক সাহেবকে নিয়েই লেখা। পটভূমি ছিলো, একদিন তিনি সিলেট থেকে আসলেন দুপুরে। কতোক্ষণ ছিলেন তারপর কিছুই না বলে হাওয়া। কদিন পরে একবস্তা চিঠিতে চলে যাওয়ার কথা ব্যক্ত। হেলাল ভাই সেই কবির উচ্চ প্রসংসা করে বলেন, তার কবিতা সাধারণ পাঠকের বুঝতে কষ্ট হলেও ঋদ্ধ কবিতা। পঞ্চপান্ডবকে টেনে আনলেন এ কবির গুরুত্ব বোঝাতে।

কবির কোন কবিতাটা আমি আজ পাঠকের সামনে আনবে বুঝতে পারছি না, আমারে কান্দাইয়া তুমি, কতোখানি সুখী অইছো, একদিন আইয়া কইয়া যাইও। (নীল খাম)। ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’, মন না দিলে, ছোবল দিও তুলে বিষের ফণা (প্রতিদান)। তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ (প্রতিদান)।

থুতুও অমৃত হয় চুম্বকীয় চিকন চুম্বনে। (থুতু) সব অসাধারণ কবিতা নিয়ে কবির আসন্ন জন্মদিনে পাঠকের সামনে কবি হাজির হবেন নতুন প্রেমের দুত্যি ছড়িয়ে। কবির জন্য আমার অন্তরের অতল শ্রদ্ধা জানিয়ে যখন বিদায় নিই, কবি আমাকে লিফট পর্যন্ত এগিয়ে দিতে হেঁটে হেঁটে চলে আসেন বেদনা কে কাঁদতে বারণ করে। শুভ কামনা প্রিয় কবির জন্য। সবার দোয়া হোক কবির নতুন জীবনের পথ চলা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়