শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের এমপি বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

আবুল বাশার নূরু: স্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পাওয়ায় নেত্রকোনা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার উপজেলা নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রথম ধাপে গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য বেলালকে ভোটের সময় ‘এলাকা ছাড়া’র নোটিশ দেয় ইসি। শেষ মুহূর্তে ওই উপজেলার ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইসি কেন্দ্রীয়ভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ওই তদন্তের প্রতিবেদন পেয়ে মামলার নির্দেশ দিলো ইসি।

ইসি কর্মকর্তারা জানান, পূর্বধলার ভোট স্থগিতের বিষয়ে ইসির একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল আওয়ামী লীগ দলের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার ও এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে।

ইসির নির্বাচন শাখার একজন কর্মকর্তা জানান, তদন্তে প্রাথমিকভাবে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য মামলা করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সামনে ভোটও রয়েছে। আমি যোগদানের আগেই এই সিদ্ধান্ত কমিশনে হয়েছে বলে শুনেছি। এখন পুরো প্রক্রিয়া শেষে কমিশনের নির্দেশনামতো ইসি সচিবালয় থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়