শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথকে দুয়ো দিবে না পাকিস্তানি সমর্থক : সরফরাজ

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং কেলেঙ্কারির ঘটনার কেটে গেছে এক বছরেরও বেশি সময়। শাস্তি কাটিয়ে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটিং স্তম্ভ্য স্টিভ স্মিথ ও ডেবিড ওয়ার্নার। তারপরও মাঠে মাঝেমধ্যে দুয়ো শুনতে হচ্ছে তাদের। ভারতের বিপক্ষের ম্যাচে দুয়ো শুনতে হয়েছে স্মিথকে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দর্শকদের দুয়ো শুনেছিলেন স্মিথ।

গত ম্যাচে ভারতীয় সমর্থকদের হয়ে স্মিথের কাছে ক্ষমা চান অধিনায়ক বিরাট কোহলি। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সমর্থকরা দুয়ো দিবে না স্মিথকে, বিশ্বাস পাক অধিনায়ক সরফরাজ আহমেদের।

বুধবার দিন টাউনটনে মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে সরফরাজ জানান, ‘আমার মনে হয়না পাকিস্তানের সমর্থকরা এমন করবে। পাকিস্তানীরা ক্রিকেট ভালোবাসে। তারা ক্রিকেট সমর্থন করতে ভালোবাসে এবং ক্রিকেটারদেরও তারা ভালোবাসে।’

এর আগে গত রোববার ভারতীয় সমর্থকরা যখন স্মিথকে ¯েøজিং করছিলেন তখন ব্যাটিংয়ে থাকা কোহলি এমনটা করতে বারণ করেছিলেন দর্শকদের। পাশাপাশি স্মিথের কাছে মাঠেই দর্শকদের হয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।

এই ঘটনার পর স্মিথ-কোহলির হাত মেলানোর দৃশ্যও দেখা যায়। পরবর্তীতে স্মিথ ব্যাট করতে নামলে ফের ভারতীয় সমর্থকরা একই কান্ড ঘটান, সে সময়ও মিড উইকেটে ফিল্ডিং করা কোহলি হাতের ইশারায় সমর্থকদের চুপ থাকতে বলেন। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, ‘এরকম দুয়ো মানা যায় না। তাই তার জন্য আমারও খারাপ লাগছিল। আমি স্মিথের কাছে ক্ষমা চেয়েছি। আগের ম্যাচেও এরকমটা দেখা গেছে, দর্শকের এমন আচরণ অগ্রহণযোগ্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়