আসিফ হাসান কাজল: বিএনপি পার্টি অফিসে এসে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সীমাবদ্ধতা আছে দীর্ঘদিন কাউন্সিলের না হওয়ায় এর মূল কারণ। এই সম্পর্কে তিনি আরো বলেন, মামলা হামলার কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয়েছে যদি পরিবেশ-পরিস্থিতি থাকতো তবে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো।
ছাত্রদল প্রসঙ্গে তিনি বলেন, নিজ দলের ব্যাপারে তারা ভালো বুঝেন। তাদের সম্মান রয়েছে। যেটা ভাল তারা সেটাই করবেন।
সমাধানের ব্যাপারে তিনি আরও বলেন, সমস্যা যেমন আছে সমাধানও আছে আলোচনার ভিত্তিতেই সমাধান হবে। এসময় ছাত্রদলের এই অংশের সাথে যোগাযোগ করার কথাও জানান ।
সিনিয়র যুগ্মমহাসচিব রিজভী আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, পার্টি অফিসের অভ্যন্তরে তার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। এই মুহূর্তে তার শরীরে স্যালাইন চলছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মামুন বিল্লাহ অফিসে তালা দেওয়া প্রসঙ্গে বলেন, বিশৃঙ্খলা যেন না ঘটে, সে জন্য তালা মেরে রাখা হয়েছে। এসময় তিনি দাবি করেন, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ একাধিক নেতৃবৃন্দ তাদেরকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। দাবী মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচী ছাড়াও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
সন্ধ্যায় নামাজের কারণে পার্টি অফিসে বৈদ্যুতিক সংযোগ পুণরায় চালু করা হয়েছে। সর্বশেষ খবর একটি সূত্র জানিয়েছে সমস্যা সমাধানে গুলশানের একটি স্থানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আলোচনায় বসেছেন।