শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীকে দেখে এসে যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়

আসিফ হাসান কাজল: বিএনপি পার্টি অফিসে এসে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সীমাবদ্ধতা আছে দীর্ঘদিন কাউন্সিলের না হওয়ায় এর মূল কারণ। এই সম্পর্কে তিনি আরো বলেন, মামলা হামলার কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয়েছে যদি পরিবেশ-পরিস্থিতি থাকতো তবে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো।
ছাত্রদল প্রসঙ্গে তিনি বলেন, নিজ দলের ব্যাপারে তারা ভালো বুঝেন। তাদের সম্মান রয়েছে। যেটা ভাল তারা সেটাই করবেন।
সমাধানের ব্যাপারে তিনি আরও বলেন, সমস্যা যেমন আছে সমাধানও আছে আলোচনার ভিত্তিতেই সমাধান হবে। এসময় ছাত্রদলের এই অংশের সাথে যোগাযোগ করার কথাও জানান ।
সিনিয়র যুগ্মমহাসচিব রিজভী আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, পার্টি অফিসের অভ্যন্তরে তার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। এই মুহূর্তে তার শরীরে স্যালাইন চলছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মামুন বিল্লাহ অফিসে তালা দেওয়া প্রসঙ্গে বলেন, বিশৃঙ্খলা যেন না ঘটে, সে জন্য তালা মেরে রাখা হয়েছে। এসময় তিনি দাবি করেন, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ একাধিক নেতৃবৃন্দ তাদেরকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। দাবী মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচী ছাড়াও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
সন্ধ্যায় নামাজের কারণে পার্টি অফিসে বৈদ্যুতিক সংযোগ পুণরায় চালু করা হয়েছে। সর্বশেষ খবর একটি সূত্র জানিয়েছে সমস্যা সমাধানে গুলশানের একটি স্থানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আলোচনায় বসেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়