শিরোনাম
◈ 'চতুর্দিকে মৃত্যুফাঁদ, এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না' ◈ ফিফা টুর্নামেন্টে আন্তর্জাতিক পর্যায়ে ফিরেছে আফগান নারী ফুটবল ◈ ন‌ভেম্বর থে‌কে চার কোটি মানুষের খাদ্য সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র ◈ আইসিইউ-তে রাখা হয়েছে ক্রিকেটার শ্রেয়স আয়ারকে, চোটের জায়গা থেকে হ‌চ্ছে রক্তক্ষরণ  ◈ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষণা: নভেম্বরেই শুরু হচ্ছে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ◈ ঢাকায় পাকিস্তানি নারীকে স্বামী-শাশুড়ির নির্যাতন, উদ্ধার করল পুলিশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ◈ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের ◈ বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের বৈঠক ◈ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় মিডিয়ার বাংলাদেশস্থ সাংবাদিকদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব)’ আয়োজিত ‘ইমক্যাব ইফতার’ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমক্যাব সভাপতি বাসুদেব ধর। ইমক্যাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ-এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবীব, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) লাবণ্য কুমার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, প্রবীণ সাংবাদিক আতাউর রহমান এবং ইমক্যাব এর কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল হাসান খোকন, সাংগঠনিক সম্পাদক মীর আফরোজ জামান, নির্বাহী সদস্য লায়েকুজ্জামান,রাজীব খান, আমিনুল হক ভূঁইয়া ও আবু আলী।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অনন্য অবদানের কথা তুলে ধরে সভায় বক্তারা বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দু’দেশকে এগিয়ে যেতে হবে। কারণ এখন আর এককভাবে কোন দেশকে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। আর ভারত ও বাংলাদেশ একে অন্যের উপর নির্ভরশীল। এক্ষেত্রে দু’দেশের ভিসা পদ্ধতিকে আরো সহজ করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের জন্য এটা খুবই জরুরী।

সভার শুরুতে সম্প্রতি লোকসভা নির্বাচনের মাধ্যমে ভারতের নব গঠিত নরেন্দ্র মোদি সরকারকে অভিনন্দন জানানো হয়। সভা শেষে সকলেই ইফতার পার্টিতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়