শেখ নাঈমা জাবীন : অভিনেত্রী জয়া আহসান কিন্তু খেলা নিয়ে যথেষ্ট আগ্রহী। এবার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই অভিনেত্রী। বর্তমান
জয়া বললেন, ‘আমি লন্ডনে একদিনের জন্য ছিলাম। এখানে আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমি ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশ টিমের সঙ্গে একজন অতিথি হিসেবে গিয়েছিলাম। তখন ভিভ রিচার্ডের সঙ্গে দেখা হয়েছিলো। এবারও তাঁর সঙ্গে দেখা হল। তিনি বাংলাদেশের খবর নিলেন।’ জয়া ব্রেট লি-র সঙ্গেও দেখা করেছেন। ব্রেট লি জয়াকে দেখা মাত্র বলেছেন, ‘আপনি চট্টগ্রাম না ঢাকা থেকে?’ ব্রেট লি তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামের হয়ে খেলেন। ‘খুবই ভালো সময় কাটালাম। আজ আবার কলকাতায় ফিরছি’, বললেন জয়া। সম্পাদনা : কায়কোবাদ মিলন