শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে ব্যর্থ বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো

মঈন মোশাররফ : পোশাক শ্রমিকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পারিশ্রমিক দিচ্ছে না বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। এমনকি শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি দিতে উৎসাহীও নয় তারা। বৃটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়, বিশ্বের দামি ২০টি ব্র্যান্ডের মধ্যে মাত্র তিনটি এইচঅ্যান্ডএম, সিঅ্যান্ডএ ও জি-স্টার— পোশাক শ্রমিকদের এ ম দিতে অঙ্গীকার করেছে। ডয়চে ভেলে

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গেনেভিভে লেবারন বলেন, অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেও বাস্তবে দেখা গেছে তাদের এ প্রতিজ্ঞা পূরণ হয়নি।

শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি নিশ্চিত করার বিষয়ে জার্মান প্রতিষ্ঠান পুমার মুখপাত্র বলেন, শ্রমিকদের মজুরি বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এ আলোচনায় শ্রমিক প্রতিনিধিদেরও রাখা উচিত, যেন তারা নিজেদের বিষয়গুলো উপস্থাপন করতে পারে ।

তবে মজুরি নির্ধারণের বিষয়টি এত সহজ নয় উল্লেখ করে পুমার যোগাযোগ কর্মকর্তা রবার্ট-ইয়ান বার্টুনেক রয়টার্সকে জানান, তারা বাংলাদেশে পোশাক শ্রমিকদের জীবনযাপনের জন্য ন্যায্য মজুরির বিষয়ে একটি প্রকল্প চালু করেছিলো । এ প্রকল্পের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মজুরির বিষয়টি সবসময় সমান নয়, বলেন তিনি।

এদিকে শ্রমিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের প্রধান পিটার ম্যাকআলিস্টার বলেন, অনেক ক্রেতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় মজুরি নিশ্চিতকরণের বিষয়টি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে । এ কারণে শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি নিশ্চিত করতে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়