শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ যোগানকারীদের দৃষ্টি আকর্ষণে মালিবাগ-গুলিস্তানে পুলিশের ওপর হামলা

সুজন কৈরী : ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখাতে গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ঢাবির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চার্জশিট প্রস্তুতের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আযোজন করা হয়।

তিনি বলেন, মূলত পুলিশকে ভয়ভীতি দেখানোর জন্য এ হামলা করা হয়েছে। লজিক্যালি ও সাইকোলজিক্যালী পুলিশকে মানসিকভাবে দূর্বল করতে এ হামলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, বাংলাদেশে দীর্ঘদিন তারা কোনো তৎপরতা মিডিয়ায় আনতে পারে নাই। এক্টিভিটি দেখাতে না পারলে বাইরে থেকে অর্থ যোগান বন্ধ হয়ে যায়। এ ধরনের ছোটখাট কাজ করে তারা আবার তাদের ডোনার যারা, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখাতেই গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি।

২৬ মে রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিএমপির ট্রাফিক পুর্ব বিভাগের সবুজবাগ জোনের এএসআই রাশেদা খাতুন ও রিকশাচালক লাল মিয়া আহত হন। ওই দিন রাতেই অজ্ঞাতদের আসামি করে পল্টন থানায় মামলা করে পুলিশ। এর আগে গত ৩০ এপ্রিল রাজধানীর গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোঁড়া হয়। দুটি হামলার ঘটনায় আলামত সংগ্রহ করে কাজ করছে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়