শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ যোগানকারীদের দৃষ্টি আকর্ষণে মালিবাগ-গুলিস্তানে পুলিশের ওপর হামলা

সুজন কৈরী : ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখাতে গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ঢাবির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চার্জশিট প্রস্তুতের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আযোজন করা হয়।

তিনি বলেন, মূলত পুলিশকে ভয়ভীতি দেখানোর জন্য এ হামলা করা হয়েছে। লজিক্যালি ও সাইকোলজিক্যালী পুলিশকে মানসিকভাবে দূর্বল করতে এ হামলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, বাংলাদেশে দীর্ঘদিন তারা কোনো তৎপরতা মিডিয়ায় আনতে পারে নাই। এক্টিভিটি দেখাতে না পারলে বাইরে থেকে অর্থ যোগান বন্ধ হয়ে যায়। এ ধরনের ছোটখাট কাজ করে তারা আবার তাদের ডোনার যারা, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখাতেই গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি।

২৬ মে রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিএমপির ট্রাফিক পুর্ব বিভাগের সবুজবাগ জোনের এএসআই রাশেদা খাতুন ও রিকশাচালক লাল মিয়া আহত হন। ওই দিন রাতেই অজ্ঞাতদের আসামি করে পল্টন থানায় মামলা করে পুলিশ। এর আগে গত ৩০ এপ্রিল রাজধানীর গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোঁড়া হয়। দুটি হামলার ঘটনায় আলামত সংগ্রহ করে কাজ করছে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়