শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের নিন্দা ও তদন্ত কমিটি

মুহাম্মদ ইলিয়াস হোসেন : বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ডাকসু ভিপি নুরের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ছাত্রলীগ। হামলার বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের সাথে সম্মান জড়িত। তার উপরের হামলার ঘটনায় নিন্দা জানাই। ছাত্রলীগ কোনো নেতিবাচক কাজকে সমর্থন করে না।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ফুয়াদ হোসেন শাহাদাত আইন বিষয়ক সম্পাদক, মো: সুজন শেখ আইন বিষয়ক উপ সম্পাদক ও শাহাদুল হোসেন আল মুরাদকে রাখা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে সরেজমিনে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।একই সাথে হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকার প্রমাণ মিললে সাংগঠনিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য ২৬ মার্চ বগুড়ায় এবং ২৫ মার্চ ব্রাহ্মনবাড়িয়ায় ভিপি নুর ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে গেলে তার উপর হামলা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে তিনি জানিয়েছেন। বগুড়ায় হামলায় তিনিসহ তার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংগঠনের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওন ও একই ঘটনায় আহত হন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়