শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের নিন্দা ও তদন্ত কমিটি

মুহাম্মদ ইলিয়াস হোসেন : বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ডাকসু ভিপি নুরের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ছাত্রলীগ। হামলার বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের সাথে সম্মান জড়িত। তার উপরের হামলার ঘটনায় নিন্দা জানাই। ছাত্রলীগ কোনো নেতিবাচক কাজকে সমর্থন করে না।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ফুয়াদ হোসেন শাহাদাত আইন বিষয়ক সম্পাদক, মো: সুজন শেখ আইন বিষয়ক উপ সম্পাদক ও শাহাদুল হোসেন আল মুরাদকে রাখা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে সরেজমিনে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।একই সাথে হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকার প্রমাণ মিললে সাংগঠনিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য ২৬ মার্চ বগুড়ায় এবং ২৫ মার্চ ব্রাহ্মনবাড়িয়ায় ভিপি নুর ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে গেলে তার উপর হামলা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে তিনি জানিয়েছেন। বগুড়ায় হামলায় তিনিসহ তার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংগঠনের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওন ও একই ঘটনায় আহত হন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়