শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের নিন্দা ও তদন্ত কমিটি

মুহাম্মদ ইলিয়াস হোসেন : বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ডাকসু ভিপি নুরের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ছাত্রলীগ। হামলার বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের সাথে সম্মান জড়িত। তার উপরের হামলার ঘটনায় নিন্দা জানাই। ছাত্রলীগ কোনো নেতিবাচক কাজকে সমর্থন করে না।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ফুয়াদ হোসেন শাহাদাত আইন বিষয়ক সম্পাদক, মো: সুজন শেখ আইন বিষয়ক উপ সম্পাদক ও শাহাদুল হোসেন আল মুরাদকে রাখা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে সরেজমিনে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।একই সাথে হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকার প্রমাণ মিললে সাংগঠনিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য ২৬ মার্চ বগুড়ায় এবং ২৫ মার্চ ব্রাহ্মনবাড়িয়ায় ভিপি নুর ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে গেলে তার উপর হামলা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে তিনি জানিয়েছেন। বগুড়ায় হামলায় তিনিসহ তার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংগঠনের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওন ও একই ঘটনায় আহত হন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়