শেখ সাইফুল ইসলাম, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে থানা পুলিশ পুরনো থানা ভবনের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। প্রায় ৩-৪দিন পূর্বে ওই নবজাতককে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, অপরিপক্ক এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশের পোষ্টমর্টেম করানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ওসি আজিজুল ইসলাম আরো বলেন , ধারনা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটিয়ে বা শিশুটিকে কেউ নদীতে ফেলে দিয়েছে। সম্পাদনা : মুসবা তিন্নি