স্পোর্টস ডেস্ক : আজ থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের ম্যাচ আরো তিন পর। এই বিশ্বকাপে বাংলাদেশকে জেতাতে পারে ব্যাটিং সাইড এমন মনে করছেন ভারতীয় দলের সাবেক পেসার জহির খান।
মাশরাফি বিন মুর্তজা কিংবা মুস্তাফিজুর রহমানের মতো বোলিং নয় তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের পারফর্মেন্সেই নির্ভর করবে বাংলাদেশ দল ম্যাচ জিতছে কিনা, মন্তব্য করেছেন জহির।
তার বিশ্বাস, মাশরাফির অধিনায়কত্বে ভালো পারফরম করে থাকবেন দলের বোলাররা। স¤প্রতি এক আলোচনা অনুষ্ঠানে জহির খান জানিয়েছেন, ‘তাদের সাফল্য সবসময় নির্ভর করে ব্যাটিংয়ের উপর। মাশরাফি তার দলের বোলারদের খুব ভালোভাবে কাজে লাগাবে এবং ফিল্ডারদের নিয়ন্ত্রণ করবে যখন তারা বোলিং করবে। কিন্তু তাদের জয় সবসময়ই এনে দিবে ব্যাটসম্যানরা।’
কার্যত সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজদের নিয়ে গড়া বোলিং লাইনআপ সবসময়ই চেষ্টা করেন আঁটসাঁট বোলিং করে প্রতিপক্ষকে দমিয়ে রাখতে।
রান তাড়া করার সময় বা প্রথম ইনিংসে মূল ভ‚মিকা রাখতে হয় ব্যাটসম্যানদেরই। এক আলোচনা অনুষ্ঠানে এই বিষয়ে আলোকপাত করেছেন জহির।