শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েট গবেষকদের অণণ্য উদ্ভাবন,তেল ফুরালেও গাড়ি চলবে কিছুক্ষন

ডেস্ক রিপোর্ট : গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন- হঠাৎ জ্বালানি ফুরিয়ে গেল। আশপাশে পেট্রোল পাম্প বা গ্যাসস্টেশনও নেই। মাঝেমধ্যেই এমন পরিস্থিতিতে পড়তে হয় অনেককে। এমন বিপদ থেকে মুক্তির উপায় মিলতে যাচ্ছে এবার। এখন জ্বালানি শেষ হলেও চলবে গাড়ি! সম্প্রতি হাইব্রিড গাড়ি নিয়ে গবেষণায় সাফল্য অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল গবেষক। তাদের নতুন উদ্ভাবিত পদ্ধতিতে একই গাড়ি জ্বালানি, বিদ্যুৎ এবং সূর্যের তাপ ব্যবহার করে চালানো যাবে। একটি গাড়িতে তিন ধরনের পদ্ধতি ব্যবহারের এই আবিস্কার বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে জানিয়েছেন গবেষকরা।সমকাল

গবেষক দলের সদস্য ও শিক্ষার্থী তরিকুল ইসলাম জানান, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে একই গাড়িতে ইলেকট্রিক্যাল প্লাগ ইন, ইঞ্জিনসেবা ও সোলার চার্জিং সিস্টেম রয়েছে; ফলে জ্বালানি শেষ হলেও চলবে গাড়ি। সোলার সিস্টেম থাকায় জ্যামে আটকে থাকলেও ব্যাটারি চার্জ হবে। এতে করে জ্বালানির অপচয় রোধ হবে। এ ছাড়া বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়ার প্রক্রিয়া থাকায় খরচ কমবে বলেও জানান তিনি।

সাত সদস্যবিশিষ্ট এ গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ইমদাদুল হক। দলের অন্য সদস্যরা হলেন- একই বিভাগের প্রভাষক ফজলুর রশীদ, ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, ওবায়দুল হাসান, তানভির রহমান এবং ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হক ফরিদ।

গবেষক দলের প্রধান অধ্যাপক ইমদাদুল হক জানান, ২০১৪ সালের দিকে বৈদ্যুতিক চার্জে চলা ইজিবাইক নিয়ে তারা গবেষণা শুরু করেন। এক থেকে দেড় বছর পর গবেষণায় তিনি ইজিবাইকে বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি সোলার সিস্টেম ব্যবহারে সফল হন।

ইজিবাইকে একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও সোলার সিস্টেম ব্যবহার নিয়ে গবেষণা করেন। তবে ইজিবাইক ছোট হওয়ায় তাতে ইঞ্জিন-ব্যাটারি প্রতিস্থাপনের জায়গা কম। ফলে জ্বালানি ব্যবহারের গবেষণাটিতে ভালো ফল পাননি। এরপর তিনি প্রাইভেট কার নিয়ে গবেষণা শুরু করেন। এই অধ্যাপক আরও জানান, ২০১৪ সালে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি প্রকল্প পান। সেই প্রকল্পের আওতায় তিনি এই গবেষণা করেছেন। নতুন এই পদ্ধতি সম্পর্কে অধ্যাপক ইমদাদুল হক বলেন, 'আমাদের জ্বালানি শক্তি সীমিত। জ্বালানি শক্তি দিন দিন কমছে। তাছাড়া এই জ্বালানি পরিবেশের জন্য অনেক ক্ষতি করে; কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা গবেষণা করেছি গাড়িতে জ্বালানির অপচয় বা ব্যবহার কমিয়ে কীভাবে পরিবেশকে গ্রিন রাখা যায়। ৭০০-৮০০ সিসি এমন ধরনের ছোট প্রাইভেট কারের গবেষণায় সফল হয়েছি। উদ্ভাবিত পদ্ধতি অবলম্বন করে এসব গাড়িতে ৩০-৪০ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে।'

এ ধরনের গাড়ির গতি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ইমদাদুল হক বলেন, জ্বালানি, বিদ্যুৎ বা সোলার সিস্টেমের ব্যবস্থা থাকলেও একটা ফুয়েলের সঙ্গে আরেকটা ফুয়েলের গতির তারতম্য ঘটবে না। এখানে ব্যাটারি সিস্টেম রয়েছে, যেখানে চার্জ সংরক্ষিত হবে। বিদ্যুৎ বা সোলারের চার্জ একই ব্যাটারিতে জমা হবে, যার ফলে সব ফুয়েলেই গাড়িকে সমান গতি দেবে। নতুন এবং ভালো মানের গাড়িতে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত গতি পাওয়া যাবে বলেও জানান তিনি। তবে একবার ব্যাটারি চার্জ দিলে (বিদ্যুৎ-সোলার) কতদূর যাওয়া সম্ভব- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি নিয়ে আমরা এখনও কাজ করছি; প্রাথমিকভাবে ১২০ কিলোমিটার যাওয়া যাবে বলে আশা করছি।'গাড়ির খরচ সম্পর্কে তিনি বলেন, আর্থিক সমস্যা থাকায় পুরাতন একটি গাড়ি নিয়ে গবেষণা করা হয়েছে। এই পদ্ধতি নতুন-পুরাতন সব ধরনের গাড়িতেই ব্যবহার করা যাবে। একটি গাড়িতে এ পদ্ধতি ব্যবহার করতে দুই থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা খরচ হবে। যেসব গাড়িতে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা আগে থেকেই রয়েছে, সেসব গাড়িতে খরচ আরও কম হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়