শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণের উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

কেএম নাহিদ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বেশ কিছু এলাকা উন্নয়ন ও নাগরিক সেবা গ্রহণ করছে সরকার। কামরাঙ্গীরচর, লালবাগ, নয়াবাজার, সূত্রাপুর, গুলিস্তান, খিলগাঁও, মুগদা ও বাসাবো এলাকায় উন্মুক্ত স্থান  বৃদ্ধি, আর্থ-সামাজিক অবস্থা উন্নয়ন, পরিবেশগত মান উন্নয়ন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট উন্নয়ন, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার কম মাল্টিপারপাস কমপ্লেক্সসহ বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য ১০ কোটি ডলার বা ৮৩০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার (২৯ মে) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একটি ঋণ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্টি ডিরেক্টর ড. জাহিদ হোসেন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক। সারা বাংলা

বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের শহরগুলোকে বাস যোগ্য করতে হবে। একপঞ্চমাংশ লোক ঢাকা শহরে থাকে। উচ্চ মধ্যম আয়ের দেশ যেতে হলে ঢাকা শহর সম্পসারিত হবে।

প্রকল্প বাস্তবায়ন এক চ্যালেঞ্জ যথা সময়ে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্প মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাধীন কামরাঙ্গিচর, লালবাগ, নয়াবাজার, সূত্রাপুর, গুলিস্তান, খিলগাঁও, মুগদা ও বাসাবো এলাকায় জনসাধারণের ব্যবহারযোগ্য স্থান বৃদ্ধি এবং নগর সেবা উন্নয়ন। এছাড়া অন্যান্য উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে উন্মুক্ত স্থান বৃদ্ধি। সম্পাদনায়: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়