শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুর রেল স্টেশনের ফুট ওভারব্রিজ মাদকসেবীদের সরাইখানা

আফজাল হোসেন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে সাধারণ পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করায় নির্মানের তিনবছরেই ফুট ওভারব্রিজটি ভবঘুরে ও মাদকসেবীদের সরাইখানায় পরিনত হয়েছে। আর স্থানীয়দের অভিযোগ এই ফুট ওভারব্রিজ সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে নির্মাণ করায় তা ব্যবহারে পথচারীরা ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন না।

রেলওয়ে বিভাগ ও স্থানীয়দের তথ্যমতে, জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন এই শ্রীপুর। এই স্টেশনের শুরুর সীমানায় রেল লাইন অতিক্রম করে গেছে শ্রীপুর-কাপাসিয়া সড়ক। রেল আসা যাওয়ার সময় যানজটের ভোগান্তির কথা বিবেচনা করে রেল স্টেশন কর্তৃপক্ষ এই সড়কের রেল লাইনের উপর একটি উড়াল সড়ক নির্মাণের আবেদন করেন। কিন্তু রেল বিভাগ উড়াল সড়ক নির্মাণ না করে বিগত ২০১৬ সালে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করেন। ফুটওভারব্রিজ ঘিরে প্রতিনিয়ত রেল স্টেশন আঙিনায় অপরাধীদের আনাগোনা থাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাইয়ের মত নানা ধরনের অপরাধ। স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আজিজুল হকের ভাষ্যমতে,এ ই ফুট ওভারব্রিজটির কোন ধরনের প্রয়োজনীয়তা এখানে ছিল না।

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাষ্টার হারুনুর রশিদ জানান, এই স্থানে একটি উড়াল সড়কের প্রয়োজনীয়তা রয়েছে। স্টেশনের আশপাশের নিরাপত্তা দেয়ার মত আমাদের রেল পুলিশের ব্যবস্থা নেই। তবে উর্দ্ধতন কর্র্তৃপক্ষকে এ বিষয়টি অবহিত করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, যদিও বিষয়টি রেল পুলিশের দেখার কথা, তবে রেল ষ্টেশন এলাকায় যদি কোন মাদকসেবী বা ব্যবসায়ী থেকে থাকে তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়