মুসফিরাহ হাবীব : ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রভাবশালী গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র একটি জরিপে তিনি হয়েছেন ‘ইন্ডিয়া’স মোস্ট ডিজায়ারেবল উইমেন’। মূলত ভারতের শোবিজ ও ক্রিড়া অঙ্গনের মানুষদের নিয়ে পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয় ৫০ জন নারীর একটি তালিকা। দেশের মানুষের ভোট এবং আভ্যন্তরীন বিচারকমন্ডলী ‘সেরা কাঙ্খিত নারী ২০১৮’ তালিকা প্রস্তুত করেন। তাদের মধ্যেই সবাইকে হারিয়ে শীর্ষ স্থান দখল করেন মহেশ ভাট কন্যা আলিয়া।
এ অর্জন খুবই সম্মানের বলে মন্তব্য করেছেন আলিয়া। তবে তিনি বলেন, সৌন্দর্যের কারণে এমন খ্যাতি তিনি চাননি। একজন ভালো মানুষ হিসেবে খ্যাতিটাই সবার জন্য বেশি জরুরি। এবারই প্রথম এমন জরিপে শীর্ষস্থান দখল করেছেন আলিয়া। 'রাজি'-র মতো স্পাই থ্রিলারে অভিনয়, বক্স অফিসে ব্লকবাস্টার হিট ছবি ‘গালি বয়’, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা, সব মিলিয়ে জনপ্রিয়তার শীর্ষে ২৬ বছরের এ অভিনেত্রী।